জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তঃবন্ধন দেশ জুড়েই সমাদৃত। নিজেদের বন্ধনকে আরো দৃঢ় করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গত তিন বছরের মধ্যে দুইবার ঢাকায় ৫০ বল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আলোকে এবার আয়োজন হতে যাচ্ছে জাবি ফুটসাল টুর্নামেন্ট।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর পল্লবীতে স্পোর্টস অ্যারেনা ভেন্যুতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ ভিত্তিক খেলার পর প্রতি গ্রুপের দুই শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেভেন এ সাইড টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার রাতে।
ফুটসাল টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল রাতে রাজধানীর ফ্যালকন হলে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে প্রতিটি বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বিভাগগুলোর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচ থেকে ৪০ ব্যাচ পর্যন্ত সাবেকরা অংশগ্রহণ করতে পারবেন।
টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক কয়েকজন শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। ২০১২ সালে অলিম্পিকে বাংলাদেশে পদক বহন করা সাতারু মাহফিজুর রহমান সাগর, সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, সাবেক ফুটবলার সুজিত ব্যানার্জি চন্দন, হিরু, শামীম, মন্জু, রবি, ফারুক,আন্তর্জাতিক আম্পায়ার মাসুদুর রহমান মুকুলসহ আরো কয়েকজনকে উত্তরীয় পরিয়ে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সাখাওয়াত হোসেন শিপন, দেবাশীষ চ্যাটার্জি ও জোসী।
ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতির জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়ের সম্মাননা পান। এভারেস্টে বেজ ক্যাম্পে উঠায় মঞ্জুরুল হক রনিকেও সম্মাননা জানানো হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের খেলার স্মৃতি স্মরণ করেন। আম্পায়ার মুকুলকে সবাই ক্রিকেটার হিসেবে চিনলেও তাঁর বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ফুটবল খেলেই বেশি। পেশাগত ও পারিবারিক ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেটের পর ফুটবল টুর্নামেন্ট করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান উপস্থিত সকলে। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরাই। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই পিএসএল ও স্পন্সর সিটি ব্যাংক।
গ্রুপ-এ: বাংলা, গণিত, ফার্মেসী ও আইবিএ,
গ্রুপ বি: সরকার ও রাজনীতি, প্রত্মতত্ত্ব, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান,
গ্রুপ সি: সিএসই, ইংরেজি, নাটক ও নাট্যতত্ত্ব ও পরিসংখ্যান,
গ্রুপ ডি: দর্শন, ইতিহাস, অর্থনীতি ও পদার্থ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ হ ঙ গ রনগর অন ষ ঠ ফ টবল
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫