গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার শৈলাট-কাচিনা সড়কের শৈলাট গ্রামে দুর্ঘটনায় তাঁরা দুজন গুরুতর আহত হন। পরে রাতে তাঁদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মণ্ডল (২৫) ও শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত দুজনের চাচাতো ভাই মাজেদুর রহমান বলেন, অনিক ও রিয়াদ মোটরসাইকেলে করে শৈলাট থেকে কাচিনায় যাচ্ছিলেন। শৈলাট গ্রামের শিপ্রা গার্মেন্ট কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রম করার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজন সড়কে ছিটকে পড়েন।

অনিককে উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও রাত ১১টায় অনিকের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ