ফ্রান্সে রাশিয়ার কনস্যুলেটে ‘ককটেল’ নিক্ষেপ
Published: 24th, February 2025 GMT
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে রাশিয়ার কনস্যুলেটে তিনটি ‘ককটেল’ নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে (২৪ ফেব্রুয়ারি) সন্দেহভাজন এক ব্যক্তি কনস্যুলেট লক্ষ্য করে ‘মলোটভ ককটেল’ ছুড়ে পালিয়ে যায়। খবর রয়টার্সের।  
মার্সেই পুলিশ জানিয়েছে, তিনটির মধ্যে দুটি ডিভাইস বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরক ডিভাইসগুলো কনস্যুলেটের বাগানে গিয়ে পড়েছিল।
হামলার পর পুলিশ কনস্যুলেটটি ঘিরে ফেলে। তদন্তকারীরা ‘মলোটভ ককটেল’ হিসেবে ব্যবহৃত তিনটি সোডার বোতলের বিষয়বস্তু বিশ্লেষণ করছেন।
আরো পড়ুন:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে: হোয়াইট হাউজ
আড়াই শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ সাংবাদিকদের বলেন, “মার্সেইতে রুশ কনস্যুলেট জেনারেলের চত্বরে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোর সব চিহ্নই সন্ত্রাসী হামলার নির্দেশ দেয়।”
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার জন্য ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।
ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে এবং ইউরোপীয় ও কানাডিয়ান নেতারা চলমান ইউক্রেনের যুদ্ধ-প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে কিয়েভে জড়ো হওয়ার সময় এই ঘটনা ঘটল।
এদিকে, ফ্রান্স দ্রুত এই ঘটনায় নিন্দা জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, “ফ্রান্স কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার নিন্দা জানায়।”
২০২২ সাল থেকে ফ্রান্স ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে একাধিক বিক্ষোভ দেখেছে, যার মধ্যে মার্সেই, প্যারিস এবং অন্যান্য শহরে বিক্ষোভও রয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কনস য ল ট ইউক র ন ককট ল
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।