ক্রীড়াঙ্গনে ‘ম্যারাথন’ সংস্কারের শেষ কবে
Published: 2nd, March 2025 GMT
সার্চ কমিটি গঠনের ছয় মাস পূর্ণ হলো আজ। কিন্তু এই সময়ে কী সংস্কার হলো ক্রীড়াঙ্গনে?
দৃশ্যমান সংস্কার বলতে দুই ধাপে ১৬টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার, যা মোট ফেডারেশন/অ্যাসোসিয়েশনের এক-তৃতীয়াংশও নয়। তাহলে ৫২টি ফেডারেশন/অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণায় কত দিন লাগবে বলা কঠিন। শুটিংয়ের মতো গুরুত্বপূর্ণ একটি ফেডারেশনে এখনো অ্যাডহক কমিটি না হওয়ায় খেলাটাই যেন হিমাগারে ঢুকে পড়েছে।
অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় পর্যায়ে সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনগুলোর নির্দিষ্ট মেয়াদ ছিল। পরে বাড়ানোও হয়। কিন্তু ক্রীড়াঙ্গনের সার্চ কমিটির কোনো মেয়াদ নেই। এ কারণে পুরো সংস্কারপ্রক্রিয়া গতি পাচ্ছে না মনে করেন অনেকে।
সেদিক থেকে আলাদা বলা যায় ১৬টি ফেডারেশনকে। ১৪ নভেম্বর প্রথম ধাপের ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা হয়। এগুলো হলো—হকি, ব্রিজ, অ্যাথলেটিকস, স্কোয়াশ, টেনিস, কাবাডি, বিলিয়ার্ড ও স্নুকার, বাস্কেটবল ও দাবা ফেডারেশন। ২৮ জানুয়ারি আরও ৭টি—সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীরগঠন ও ফেন্সিং।
জানা গেছে, সার্চ কমিটি তৃতীয় ধাপে আরও আট-নয়টি ফেডারেশনের প্রস্তাবিত অ্যাডহক কমিটি জমা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। এগুলো মন্ত্রণালয় থেকে ‘পাস’ হয়ে আসবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে। কমিটি ঘোষণা নিয়ে এনএসসির সচিব মো.
নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির এক সদস্য হতাশা নিয়ে বলছেন, ‘দেখুন, আমাদের কী করার আছে। আমরা কমিটি জমা দিয়ে রেখেছি। সেগুলো ঘোষণা না হলে কাজের গতি ধীর হয়ে যাবে স্বাভাবিক। অথচ এটা ছিল সর্বোচ্চ দুই–তিন মাসের কাজ। একটা বিষয়ের গতি থাকতে থাকতেই সেটা শেষ হওয়া উচিত।’
সার্চ কমিটি সূত্র বলছে, বেশির ভাগ ফেডারেশনের প্রস্তাবিত কমিটি তারা তৈরি করে রেখেছে। তৃতীয় ধাপের ফেডারেশনগুলোর কমিটি ঘোষণা হলে পরেরগুলো জমা দেওয়া হবে। কিন্তু কমিটি ঘোষণায় এত দেরি কেন? জানতে চাইলে সার্চ কমিটির প্রধান জোবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাদের (মন্ত্রণালয়) অনেক ব্যস্ততা আছে। তবে তাঁরাও চেষ্টা করছেন। তারপরও কেন জানি হচ্ছে না। কিন্তু এটা (কমিটি ঘোষণা) দ্রুত হওয়া উচিত।’
এখন পর্যন্ত ক্রীড়াঙ্গনে দৃশ্যমান সংস্কার বলতে কিছু মুখ বদল হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় ‘বঞ্চিত’ অনেকে ফিরেছেন। তখনকার অনেকে এখনো অবশ্য আছেন। কিছু সাবেক খেলোয়াড়, সংগঠককে সামনে আনা হয়েছে। নতুন এসেছেন অনেকে, বাদ পড়েছেন পুরোনো অনেক মুখ। ফেডারেশনগুলোর জন্য সভাপতি পেতে শুরুর দিকে একটু সমস্যা হলেও সেটা কেটেছে। তাহলে আর বাধা কোথায়? সার্চ কমিটি মনে করছে, সরকার দ্রুত কমিটিগুলো অনুমোদন করলে সংস্কার প্রস্তাবে সময় লাগবে না।
এখন পর্যন্ত সংস্কারের মোড়কে কোনো সুপারিশ বা প্রস্তাব জমা পড়েনি সরকারের কাছে। সার্চ কমিটির সূত্র বলছে, একটা গঠনতন্ত্র করার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে তারা। কিন্তু সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি এখনো না হওয়ায় গঠনতন্ত্র প্রণয়ন চূড়ান্ত করা যাচ্ছে না।
কবে চূড়ান্ত হবে সব? প্রশ্ন সেটাই।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স র চ কম ট র সরক র শনগ ল
এছাড়াও পড়ুন:
‘সানসিরোর ম্যাচটাই হবে অলিখিত ফাইনাল’
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। তবে দ্বিতীয় লেগে সানসিরোতে কাজটা সহজ দেখছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বরং সেটিকে ‘ফাইনালের আগের আরেকটি ফাইনাল’ বলেই বিবেচনা করছেন এই জার্মান কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমরা ভালোভাবে শুরু করিনি, দ্রুত দুটি গোল খেয়ে বসেছিলাম। কিন্তু দারুণভাবে ফিরে এসেছি এবং দ্বিতীয়ার্ধে আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম। এটা ছিল এক দুর্দান্ত ম্যাচ, বিশেষ করে দর্শকদের জন্য।’
ফ্লিক আরও বলেন, ‘মিলানের ম্যাচটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের জিততেই হবে। এটা যেন আরেকটি ফাইনাল। আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই এবং আশা করি ৯০ মিনিটই যথেষ্ট হবে ফাইনালে ওঠার জন্য।’
প্রতিপক্ষ ইন্টার মিলানের শক্তি ও অভিজ্ঞতা নিয়েও সতর্ক বার্সা কোচ, ‘ইন্টার অভিজ্ঞ দল। তারা সেট পিস থেকে আমাদের বিপদে ফেলেছে। লম্বা-দেহী ও বিপজ্জনক খেলোয়াড় রয়েছে তাদের দলে। তবে আমি আমার দলের মানসিকতা নিয়ে গর্বিত।’
১৭ বছর বয়সী লামিন ইয়ামালের প্রশংসায় ভাসান ফ্লিক। ম্যাচে এক গোল, এক অ্যাসিস্ট এবং এক আত্মঘাতী গোলে অবদান রাখার পর তাকে নিয়ে বলেন, ‘সে আমাদের পথ দেখিয়েছে। আজকের পারফরম্যান্সে তার অসাধারণতা স্পষ্ট। ইনজাঘির মতো আমিও বিশ্বাস করি, এ ধরনের খেলোয়াড় ৫০ বছরেও একবার আসে।’
ইন্টারের ঘরের মাঠ সানসিরোতে ৬ মে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। তার আগেই যুদ্ধের প্রস্তুতি সারছে বার্সেলোনা।