প্রাণ গ্রুপের আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে তিন দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা আম উৎসব শুরু হয়েছে। এতে দেশের সব ধরনের আম প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা সরাসরি তাঁদের আম নিয়ে নিজেরাই হাজির হয়েছেন তিন দিনের এই উৎসবে। প্রাণ–আরএফএল গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে। উৎসবের আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আমের প্রদর্শনীর পাশাপাশি এই আয়োজনে রয়েছে বিভিন্ন ধরনের খেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এই উৎসব। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশ নিতে পারছেন সব শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড বা এমসিএলের বিপণন বিভাগের প্রধান মাহমুদুল হাসান, সহকারী ব্র্যান্ড ম্যানেজার ওমর বিন জুবায়ের এবং প্রাণ বেভারেজের সাব অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজিবুল হক তুষার।

তিন দিনের এই উৎসব আয়োজন উপলক্ষে গত বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে আয়োজনটির প্রসঙ্গে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইলিয়াছ মৃধা বলেন, ‘প্রাণ গ্রুপ দেশে আমের সবচেয়ে বড় ক্রেতা। আমরা আমের মৌসুমে দেশের চুক্তিভিত্তিক প্রায় ১০ হাজার কৃষকের কাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো থেকে জুস ও ড্রিংকস তৈরি করে সারা বছর ভোক্তার সামনে নিয়ে আসি। আমরা এ মেলার মাধ্যমে আমের জন্য বিখ্যাত কয়েকটি জেলার চাষিদের বিভিন্ন ধরনের আম প্রদর্শনের সুযোগ করে দিয়েছি। যেন তাঁরা তরুণ প্রজন্মের কাছে তাঁদের আমের স্বাদ, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে পারেন।’

ইলিয়াস মৃধা আরও বলেন, ‘দেশে আম থেকে উৎপাদিত পণ্যের বাজার এখন প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার। বিদেশে আমাদের আমের ব্যাপক চাহিদা রয়েছে। এ জন্য দরকার আমাদের আমের ব্র্যান্ডিং। প্রাণ দেশে উৎপাদিত আম থেকে বিভিন্ন ধরনের জুস, ড্রিংকস, ম্যাঙ্গো বার ও আচার উৎপাদন করে দেশের পাশাপাশি বিশ্বের প্রায় ১৪৮টি দেশে রপ্তানি করছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ভ ন ন ধরন র এই উৎসব র আম র দ র আম

এছাড়াও পড়ুন:

‘উৎসব’ নির্মাতার নতুন ছবিতে চমক, দেখা যাবে এক ঝাঁক তারকাকে

নব্বই দশকের গল্প, এক ঝাঁক তারকাশিল্পীর অভিনয় আর নির্মাণ মিলিয়ে চলতি বছরের পবিত্র ঈদুল আজহায় চমকে দিয়েছিল তানিম নূরের সিনেমা ‘উৎসব’। কিছুদিন আগেই নির্মাতা জানিয়েছিলেন, তাঁর পরের সিনেমা হবে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। এর পর থেকেই কৌতূহল ছিল কোন উপন্যাস অবলম্বনে হচ্ছে নতুন সিনেমা? কারাই–বা আছেন এতে?

বনলতার যাত্রী
গতকাল সন্ধ্যা সাতটায় ৫২ সেকেন্ডের এক মোশন ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় সিনেমার নাম। তানিম নূরের পরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ তৈরি হবে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। প্রকাশিত ভিডিওর পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে ছিল অর্থহীনের গান ‘চাইতেই পারো’। ‘উৎসব’–এ ছিল আর্টসেলের গান। এ সিনেমাতেও থাকছে নব্বইয়ের শেষে যাত্রা শুরু করা আরেকটি ব্যান্ড।  

আবার নস্টালজিয়া
চিত্রা ঢাকা ইউনিভার্সিটির ফিজিকসের তৃতীয় বর্ষের ছাত্রী; অসুস্থ মামাকে দেখতে ট্রেনে যাবে দিনাজপুর। কিন্তু ট্রেনে বিরক্তিকর কোনো যাত্রীর সঙ্গে যেতেও সে রাজি নয়। তাই সে তার বান্ধবী লিলির প্রভাবশালী এক মামার মাধ্যমে টু সিটার স্লিপারের একটি টিকিট দিতে বলেছিল, যেখানে কেউ তার সঙ্গে যাবে না।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে আসছেন তানিম নূর। নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • সুনামগঞ্জে শহীদ মিনার ভেঙে স্মারকস্তম্ভ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, কলেজ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
  • ৩৫ বছর পর চাকসু নির্বাচনে উৎসব
  • উৎসব-পার্বণে ডিজিটাল লেনদেন বেশি
  • চাকসু নির্বাচনে উৎসবের আমেজ
  • ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ বলায় কেন মুসলিমদের ওপর দমন–পীড়ন চলছে
  • ‘উৎসব’ নির্মাতার নতুন ছবিতে চমক, দেখা যাবে এক ঝাঁক তারকাকে
  • এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিন: জিএম কাদের
  • কালীগঞ্জে শখের মাছ শিকারিদের উৎসব
  • বিশ্ববিদ্যালয় স্টেশনে উৎসবের আমেজ, প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ
  • যুক্তরাষ্ট্রের উৎসবে পুরস্কার জিতল ‘নিশি’