ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে অব্যবস্থাপনার দায়ে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। তাঁর দায়িত্ব পালনকালে দেশটির মুদ্রার মান রেকর্ড কমেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হেম্মতিকে বরখাস্ত করার জন্য গতকাল রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮২ জন। বিপক্ষে ভোট দেন ৮৯ জন। প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের তথ্যমতে, গত আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে।

গত বছরের আগস্টে তা ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫০০ ইরানি রিয়াল। হেম্মতির পদত্যাগের দাবির পক্ষে ইরানের সংসদ সদস্যরা বলেন, ওষুধ ও খাদ্যের মতো নিত্যপণ্য এবং বাসাবাড়ির মূল্যবৃদ্ধি ঠেকাতে হেম্মতি ব্যর্থ হয়েছেন। বৈদেশিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এমনটি হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ ম মত

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ