আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)–তে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫। এআইইউবি ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার। অন্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও নেপাল, জান্নাতুল ফেরদৌস সিগমা, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন বাংলাদেশ; মুনির হাসান, চিফ কো-অর্ডিনেটর, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো; ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এবং অধ্যাপক মো.

আবদুর রহমান, সহ–উপাচার্য, এআইইউবি।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আইইউবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ অধ্যাপক এম আর্শাদ মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

আরও পড়ুনবিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে গেলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ২২ ঘণ্টা আগে

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবদুর রহমান, অধ্যাপক সালেহ হাসান নকীব, কিশোর আলো সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস-এর প্রখ্যাত পদার্থবিদ ও গণিতবিদ অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, অধ্যাপক এম আর্শাদ মোমেন এবং ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫

এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সারা দেশ থেকে প্রায় ১০,০০০ শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেন, যার মধ্যে ১ হাজার ৪০০ জন শিক্ষার্থী জাতীয় পর্বে প্রতিযোগিতা করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮৮ জন বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীকে ট্রফি ও বই প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পাঁচজন প্রতিযোগী ফ্রান্সে অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫-এর আয়োজক ছিল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি ও এআইইউবি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপস থ ত ছ ল ন উপ চ র য অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা