রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত রিকশাচালক গোলাম হোসেন (৪৮) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। তাঁর স্ত্রী পরী বানুর অভিযোগ, স্বামীকে হাসপাতালে ভর্তি করতে বাধা দেন বিএনপির দুই নেত্রী। এতে তাঁর চিকিৎসা পেতে এক ঘণ্টা দেরি হয়। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। তবে পুলিশ ও বিএনপি নেত্রীদের কেউই অভিযোগ স্বীকার করেননি।

আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান ও তাঁর ভাইকে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে নগরের দড়িখড়বোনা এলাকায় গত শুক্রবার রাতে সংঘর্ষে জড়ান বিএনপির পক্ষের নেতা–কর্মীরা। এক পক্ষে মহানগর মহিলা দলের সহ-ক্রীড়া সম্পাদক লাভলী খাতুনের অনুসারী ও অন্য পক্ষে মহানগর যুবদলের সাবেক সদস্যসচিব মারুফ হোসেনের অনুসারীরা ছিলেন। প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ওই রাতে রিকশাচালক গোলাম হোসেন রিকশা জমা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। দড়িখড়বোনা মোড়ে এক পক্ষের নেতা–কর্মীরা তাঁকে আরেক পক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে গোলাম হোসেন মারা যান। ময়নাতদন্তের পর আজ বুধবার দুপুরে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। ছয় বছর বয়সে মা–বাবার মৃত্যুর পর তাঁর মামা তাঁকে রাজশাহীতে এনে এতিমখানায় রেখেছিলেন। কিছুটা বড় হওয়ার পর এতিমখানা থেকে ফিরে মামার বাড়িতেই মানুষ হন। মামা নূরু চৌধুরী মোহনপুরের মেয়ে পরী বানুর সঙ্গে গোলামের বিয়ে দিয়েছিলেন। গোলাম কোনো রাজনীতি করেন না, সংসার চালাতেন রিকশা চালিয়ে। তিন বছর আগে গোলাম তাঁর মেয়ে রাখি আক্তারের বিয়ে দেন। ধার-দেনা করে ছেলে রাকিবুল হাসানকে দুবাই পাঠিয়েছেন। স্ত্রীকে নিয়ে ১০ বছর ধরে নগরের দড়িখড়বোনা রেললাইনের পাশে দুই হাজার টাকায় একটি টিনের ঘর ভাড়া নিয়ে থাকতেন।

আরও পড়ুনরাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু১১ মার্চ ২০২৫

বাবার ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মেয়ে। পরীবানু হোয়াটসঅ্যাপে দুবাইপ্রবাসী ছেলেকে কল করে আহাজারি করে বলছিলেন, ‘বাবা তোমাকে আর ট্যাকা পাঠাইতে হবে না। তুমি বাপের জানাজায় আইস, তুমার বাপ নাই।’

ঘটনার পরদিন বোয়ালিয়া থানায় অভিযোগ করতে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে পরী বানু বলেন, ‘থানায় গেছি। আমি কেস করতে চাই। বলল, ঠিক আছে কেস করবেন। আপনি কী চেনেন কাউকে? আমি বলি, দু-তিনজনকে চিনি। স্বামী বলেছে, “আমি তাঁদের চিনি। সুস্থ হই, ক্লাবে মামাদের কাছে যাব। বলব, মামা আমি কী অপরাধ করেছিলাম? আমাকে এভাবে কেন পঙ্গু করে দিল?” আমি জানতে চাই, কে মেরেছিল তোমাক? সে বলছিল, “সোহেল নামের একটা লোক, আরেকজন দাঁড়িয়ে ছিল।” পরে থানা অভিযোগ নেয়নি।’

পরী বানু অভিযোগ করে বলেন, ‘মেডিকেলে যখন স্বামীকে নিয়ে যাই, লাভলী (মহিলা দলের নেত্রী) তখন বলছে, “এই রোগী নেবেন না, খবরদার।” আমার স্বামীকে ভর্তি করতে দিচ্ছিল না। আমি অনেক রিকোয়েস্ট করলাম। আগে একটু চিকিৎসাটা দেন। লাভলী ওখানে আমার কোনো কথা শুনছিল না। তখন পুলিশের হাত ধরলাম। কিন্তু লাভলী বলছে, “খবরদার এই লোককে ঢোকাতে দেবেন না।” লাভলী যদি আমার স্বামীকে ভর্তি করতে দিত, আরও এক ঘণ্টা আগে আমার স্বামী চিকিৎসা পেত।’

পরী বানু বলেন, ‘আমার সামনে আরও কত লোক ছিল। ওই সিসি ক্যামেরা যদি টানেন দেখতে পাবেন, লাভলী কি করেছিল। ওই লাভলী আর বীথি, দুজনে বলছে না না, এই রোগী ভর্তি চলবে না। হঠান হঠান, এই রোগী হবে না। লাভলী এই রকম করে বলল। বীথি বলল, না না চলবে না। আমি ডাক্তারকে বলেছি, আমার স্বামীর মুখটা দেখেন, সে কোনো সন্ত্রাসী না। পরে ডাক্তার ভর্তি নেন।’

অভিযোগের বিষয়ে কথা বলতে মহানগর মহিলা দলের সহ-ক্রীড়া সম্পাদক লাভলী খাতুনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ। তবে মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বীথি বলেন, ওই রিকশাচালককে তিনি চেনেন না। তাঁর স্ত্রীকেও চেনেন না। হাসপাতালে তিনি লাভলী ও তাঁর ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন। তখন কে হাসপাতালে গেছেন, না গেছেন তিনি কিছুই খেয়াল করেননি। তিনি বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। ওকে দিয়ে কেউ এটা বলাচ্ছে।’

থানায় অভিযোগ না নেওয়ার ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, থানা থেকে তাঁকে জানানো হয়েছে, এ সংক্রান্ত অভিযোগ নিয়ে কেউ থানায় আসেননি। রিকশাচালক মারা যাওয়ার পর তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর মামলা নেওয়া হবে।

আরও পড়ুনআওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০৭ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র দ ই আম র স ব ম য গ কর স ঘর ষ

এছাড়াও পড়ুন:

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু 

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।

এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। 

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি। 

সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।

সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ