আইবিসিএফ টাস্ক কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত
Published: 14th, March 2025 GMT
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর টাস্ক কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ডরুমে এ সভা হয়।
আইবিসিএফর টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এ সভা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মু.
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাস্ক কমিটির সদস্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. নাজমুস সাদাত, ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ এবং আইবিসিএফর সহকারী সচিব জাহাঙ্গীর আলম।
ঢাকা/সাজ্জাদ/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট স ক কম ট র ল ইসল ম আইব স
এছাড়াও পড়ুন:
ছাত্র ইউনিয়নের একাংশের নতুন সভাপতি তামজিদ, সাধারণ সম্পাদক শিমুল
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তামজিদ হায়দার, সাধারণ সম্পাদক হয়েছে শিমুল কুম্ভকার। দেশের অন্যতম পুরোনো ছাত্রসংগঠনটির এই অংশের তিন দিনব্যাপী ৪২তম জাতীয় সম্মেলনের শেষ দিন গত শনিবার নতুন কমিটি ঘোষণা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে তামজিদ হায়দারকে সভাপতি, শিমুল কুম্ভকার সাধারণ সম্পাদক ও রথীন্দ্রনাথ বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং ১৪১ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ নির্বাচিত করেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত উদ্বোধনী ছাত্র সমাবেশের মধ্য দিয়ে জাতীয় সম্মেলন শুরু হয়। ওই দিন বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন রাগীব নাঈম। শনিবার রাতে কাউন্সিল অধিবেশন শেষ হয়।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাজিফা জান্নাত, অমর্ত্য রায়, মাঈন আহমেদ, আসিফ জামান, মনীষা ওয়াহিদ, সুজয় সরকার, মৈত্রেয় হাসান জয়িতা ও বায়েজিদ রহমান। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী ও তানজিমুর রহমান রাফি।
বৃহস্পতিবার ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনের রাজনৈতিক প্রস্তাব, শিক্ষা প্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, সাংগঠনিক সম্পাদকের প্রতিবেদন, অর্থ প্রতিবেদনসহ বিভিন্ন প্রস্তাব ও প্রতিবেদন গৃহীত হয়। এবারের সম্মেলনের কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে ছাত্র ইউনিয়নের ঐক্য প্রস্তাব গ্রহণ করেছে। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি এ লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে।
নতুন কমিটির সদস্য ৪১ জন