২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না
Published: 14th, March 2025 GMT
কিশোরগঞ্জের তাড়াইলে ২০ বছর পালিয়ে থাকার পর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ধলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী তাড়াইল উপজেলার ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন রমজান আলী। ২০০৪ সালে তার নামে একটি সিঁধেল চুরির মামলা হয়। পরে ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হলে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর থেকে তিনি সিলেট ও মৌলভীবাজার এলাকায় গিয়ে আত্মগোপন করে বসবাস করতে থাকেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ গ্রামের বাড়িতে আসেন রমজান আলী এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ঢাকা/রুমন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক