হাসপাতালে ভর্তির পর প্রথম পোপ ফ্রান্সিসের ছবি প্রকাশ
Published: 17th, March 2025 GMT
এক মাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। হাসপাতালে ভর্তি হওয়ার পর গতকাল রোববার প্রথম তাঁর একটি ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান।
ছবিতে দেখা যায়, পোপ ফ্রান্সিস রোমের জেমেলি হাসপাতালে ব্যক্তিগত উপাসনার জন্য ব্যবহৃত ছোট স্থানে (চ্যাপল) হুইলচেয়ারে বসে আছেন। ছবি দেখে মনে হয়, তিনি প্রার্থনা করছেন।
রোমের এ হাসপাতালেই পোপ ফ্রান্সিসের নিউমোনিয়ার চিকিৎসা চলছে।
গতকাল রোববারের প্রার্থনা উপলক্ষে পোপ ফ্রান্সিস লিখিত বার্তা দিয়েছেন। এতে পোপ ফ্রান্সিস তাঁর জন্য প্রার্থনাকারী শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি যুদ্ধকবলিত দেশগুলোর জন্য শান্তি কামনা করেছেন।
গত শনিবার ভ্যাটিকান কর্তৃপক্ষ বলেছিল, এক্স-রে প্রতিবেদন অনুয়ায়ী, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁর এখনো হাসপাতালে ভর্তি থেকে বিভিন্ন ধরনের থেরাপিসহ চিকিৎসাসেবা দরকার। থেরাপিতে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর গতকালের আগপর্যন্ত তাঁর কোনো ছবি প্রকাশ করা হয়নি।
গতকালের বিবৃতিতে পোপ উল্লেখ করেন, এ মুহূর্তে তাঁর মতো অসুস্থ ও নাজুক শারীরিক অবস্থায় থাকা অসংখ্য ভাইবোনদের প্রতি তিনি তাঁর সমর্থন-সমানুভূতি প্রকাশ করছেন।
পোপ বিশেষ করে যুদ্ধকবলিত দেশগুলোতে যাতে শান্তি আসে, সে জন্য প্রার্থনা চালিয়ে যেতে আহ্বান জানান। তিনি তাঁর বিবৃতিতে ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, মিয়ানমার, সুদান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কথা উল্লেখ করেন।
পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি অন্যান্য সংক্রমণে আক্রান্ত হন তিনি।
চিকিৎসাধীন অবস্থায় পোপ ফ্রান্সিস একাধিক দফায় শ্বাসপ্রশ্বাসজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হন। এতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ফ্রান্সিস আমেরিকা অঞ্চল থেকে হওয়া প্রথম পোপ। তিনি তরুণ বয়সে প্লুরিসি রোগে আক্রান্ত হন। তাঁর ফুসফুস আংশিকভাবে অপসারণ করা হয়। আর এ কারণে তাঁর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
পোপ ফ্রান্সিসের সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। এ কারণে জল্পনা চলছে, তিনি তাঁর পূর্বসূরি ষোড়শ বেনেডিক্টকে অনুসরণ করে পদত্যাগ করতে পারেন।
তবে পোপ ফ্রান্সিসের বন্ধু ও ঘনিষ্ঠ জীবনী রচয়িতারা জোর দিয়ে বলছেন, তাঁর পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। শারীরিক অবস্থা খারাপ থাকার পরও তিনি হাসপাতাল থেকে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র র ক অবস থ গতক ল র
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।