ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাম্পাসের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গণ হরকরা গ্যালারিতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম এ সভার আয়োজন করে। 

সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক আবু সিনার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আ ছ ম তরীকুল ইসলাম।

আরো পড়ুন:

বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে বিএনপিপন্থি শিক্ষকের গবেষণা, অতঃপর.

..

ইবিতে ১৫ বছরের নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক তোজাম্মেল হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ওবাইদুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট, ছাত্রদল ইবি শাখার সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক তরীকুল ইসলাম বলেন, “সুন্দর সমাজ বিনির্মাণে সিয়ামের রয়েছে অনবদ্য ভূমিকা। আমরা সবাই চাই একটা সুন্দর সমাজ হোক। কিন্তু সুন্দর সমাজ গড়তে যে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার, আমরা তা গ্রহণ করতে পারিনি।”

তিনি বলেন, “নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত গাইড বুক আল-কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই গাইড বুক গোটা পৃথিবীকে নান্দনিক করে গড়ে তুলতে যেভাবে কথা বলে, এতে করে নৈতিক অবক্ষয় আর থাকার কথা নয়।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সচল করার পর তিন জেলায় তিন নেতার পদত্যাগ
  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের