কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাটাফাঁড়ি ব্রিজ-সংলগ্ন এলাকায় কালভার্ট ভেঙে আটকা পড়ে ট্রাক। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উজানটিয়া থেকে একটি খালি ট্রাক পেকুয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রায় চার ঘণ্টার পর ট্রাকটি উদ্ধার করা হয়।

তবে ট্রাক উদ্ধার হলেও উজানটিয়ার সঙ্গে পেকুয়া সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে উজানটিয়া ইউনিয়নের মানুষ ছাড়াও মগনামা ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচল রয়েছে।

বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, বানৌজা পেকুয়া সড়ক থেকে কাটাফাঁড়ি ব্রিজ হয়ে দক্ষিণ দিকে উজানটিয়া ইউনিয়নের যাতায়াতের সড়ক। এই সড়কের কুমপাড়া এলাকায় স্লুইসগেট ভেঙে গাড়িটি আটকে গেছে। আরেকটি গাড়ি দিয়ে সেটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। মানুষ হেঁটে সড়কের ভাঙা অংশ পার হচ্ছেন।

উজানটিয়ার বাসিন্দা জালাল উদ্দীন বলেন, উজানটিয়া ইউনিয়নের ৩৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এখন মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের বেশির ভাগ এলাকায় লবণ চাষ হয়েছে। সড়কপথে লবণ পরিবহনের একমাত্র মাধ্যম এই সড়কটি। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লবণ পরিবহন বন্ধ হয়ে গেছে।  

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মেরামতের জন্য একজন ঠিকাদারকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।  তিনি যত দ্রুত সম্ভব ভাঙা অংশ মেরামত করবেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ