কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাটাফাঁড়ি ব্রিজ-সংলগ্ন এলাকায় কালভার্ট ভেঙে আটকা পড়ে ট্রাক। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উজানটিয়া থেকে একটি খালি ট্রাক পেকুয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রায় চার ঘণ্টার পর ট্রাকটি উদ্ধার করা হয়।

তবে ট্রাক উদ্ধার হলেও উজানটিয়ার সঙ্গে পেকুয়া সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে উজানটিয়া ইউনিয়নের মানুষ ছাড়াও মগনামা ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচল রয়েছে।

বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, বানৌজা পেকুয়া সড়ক থেকে কাটাফাঁড়ি ব্রিজ হয়ে দক্ষিণ দিকে উজানটিয়া ইউনিয়নের যাতায়াতের সড়ক। এই সড়কের কুমপাড়া এলাকায় স্লুইসগেট ভেঙে গাড়িটি আটকে গেছে। আরেকটি গাড়ি দিয়ে সেটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। মানুষ হেঁটে সড়কের ভাঙা অংশ পার হচ্ছেন।

উজানটিয়ার বাসিন্দা জালাল উদ্দীন বলেন, উজানটিয়া ইউনিয়নের ৩৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এখন মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের বেশির ভাগ এলাকায় লবণ চাষ হয়েছে। সড়কপথে লবণ পরিবহনের একমাত্র মাধ্যম এই সড়কটি। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লবণ পরিবহন বন্ধ হয়ে গেছে।  

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন, যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মেরামতের জন্য একজন ঠিকাদারকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।  তিনি যত দ্রুত সম্ভব ভাঙা অংশ মেরামত করবেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪৫তম বিসিএসে ষষ্ঠ পর্যায়ে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা, ১১ প্রার্থীর স্থগিত

৪৫তম বিসিএসের ষষ্ঠ পর্যায়ের মৌখিক ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গতকাল বুধবার পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৮৯৭ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৩৩ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের ষষ্ঠ পর্যায়ের মৌখিক পরীক্ষা ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১০৫ জনের, ২৪ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১০৫ জন, ২৫ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৩৫ জনের, ২৮ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৩৫ জনের, ২৯ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ২২৫ জনের, ৩০ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৯২ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৩৩ জনের ভাইভা হবে।

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত যাঁদের

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ কারিগরি বা পেশাগত ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন৪৭তম বিসিএস: প্রিলি পরীক্ষার আগের রাত ও পরীক্ষার দিন করণীয়১৬ সেপ্টেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৫তম বিসিএস পরীক্ষার এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত করা ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। কারিগরি বা পেশাগত ক্যাডার-11023570, 11026667, 11029561, 11033100, 11039725, 11052206, 11054907, 11153867, 11171820, 12004882, 16003128—এই ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত।

আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা ১৭ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ