প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইন ভোট ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবনা দিয়েছেন বেঙ্গল ডটনেটের ম্যানেজিং ডিরেক্টর প্রযুক্তি ব্যবসায়ী মো. জাফর আবদুল্লাহ। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন তিনি। 

গত বছরের ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কমবেশি প্রায় দেড় কোটি প্রবাসীর অনলাইন পদ্ধতিতে ভোট প্রদান ব্যবস্থা প্রবর্তন করা হলে বিশ্বব্যাপী এটি একটি মডেল প্রকল্প হবে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন তথ্য উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ৬ হাজার ২০০ কোটি টাকার বাজেট বরাদ্দের আবেদন করেছে। অথচ আনুমানিক প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকায় প্রবাসীদের প্রস্তাবিত অনলাইন ভোট ব্যবস্থা প্রবর্তন করা হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের যুগ যুগ ধরে চলে আসা অসহিঞ্চুতার অবসান ঘটবে। প্রবাসীদের পাঠানো কমবেশি একদিনের রেমিটেন্সের টাকা দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। 

তিনি বলেন, প্রবাসীদের আবশ্যকীয় স্বরাষ্ট্র, শিক্ষা, আইন, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসহ সকল মন্ত্রণালয়ের সেবা একই ছাতার নিচে চালু করতে হবে। নিম্ন আদালত এবং উচ্চ আদালতে পিপি ও অ্যাটর্নিদের আইনি সেবার জন্য বিশেষ দ্বায়িত্ব  দিতে হবে, যাতে প্রবাসীরা স্বল্প সময়ের মধ্যে আইনি সেবা পেয়ে প্রবাসে তার কর্মস্থলে ফিরে যেতে পারেন।

 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রব স ব যবস থ প রব স

এছাড়াও পড়ুন:

রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ

রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”

শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।

এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকা/শংকর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ