ইলিশ শিকার ঠেকাতে গিয়ে জেলেদের হামলার শিকার
Published: 20th, March 2025 GMT
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নসংলগ্ন কালাবদর নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দল জেলেদের হামলার শিকার হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
অভয়াশ্রমগুলোতে ১ মার্চ থেকে দুই মাস ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে ধরা থেকে বিরত রাখতে গিয়ে অভিযানকারী দল হামলার শিকার হলো।
অধিদপ্তরের অভিযানকারী দলের নেতৃত্বে ছিলেন ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। তিনি এ ঘটনায় বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৮৫ জনকে আসামি করে কাজীরহাট থানায় মামলা করেছেন।
মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞার কার্যকরিতা পর্যবেক্ষণে প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ গতকাল মেহেন্দীগঞ্জে যান। স্থানীয় নদীগুলোতে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ শুনে তিনি কোস্টগার্ডসহ হিজলা ও মেহেন্দীগঞ্জের মৎস্য কর্মকর্তাদের নিয়ে দুটি স্পিডবোটে অভিযানে নামেন। কালাবদর নদীর তীরে বিদ্যানন্দপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মাঝে একটি খালের মধ্যে ঢুকলে স্থানীয় লোকজনের সঙ্গে অভিযানকারী দল কথা বলছিল। ইলিশ নিধন বন্ধ রাখার সুফল সম্পর্কে জেলেদের অবহিত করছিলেন তারা। এ সময় একদল জেলে খালের দুই তীর থেকে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। জেলে পরিবারের বিপুল সংখ্যক নারীও এ হামলায় অংশ নেন।
হামলারীদের ইটপাটকেলে অভিযানকারী দলে থাকা শ্রমিক নবীন দেওয়ান (২৪) ও রুবেল সরদার (২৬) আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অভিযানকারী দল দ্রুত স্পিডবোটে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত নবীনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবছর ইলিশ আহরণে একাধিক সময়ের নিষেধাজ্ঞায় ওই এলাকায় অভিযানে গেলে হামলা চালানো হয়। এর আগে গত অক্টোবরে হামলার ঘটনার মামলার আসামি ইমরান, ইলিয়াসসহ অন্যরা এবারও হামলায় নেতৃত্ব দিয়েছেন।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক