কোরিয়ান সিরিজের পোস্টারে আয়মান সাদিক ও মুনজেরিন, আসল ঘটনা কী
Published: 20th, March 2025 GMT
বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ছে একটি পোস্টার। সেই পোস্টারে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছে নায়ক ও নায়িকা। নায়কের ডান হাত ও নায়িকার বাঁ হাত নায়কের পকেটে। সিনেমাটি ৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিনেমার নাম ‘হোয়েন লাইফ গিভস ইউ মুনজেরিনস’। এই সিনেমার নায়ক–নায়িকার জায়গায় দেখা গেল আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে! চিনেছেন তাঁদের?
‘হোয়েন লাইফ গিভস ইউ টানজারিনস।’ সিনেমার পোস্টার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি