জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) রাজনীতিতে তার দলীয় নেতাদের বর্ণনা অনুযায়ী ‘ক্লিন ইমেজের’ নেতা। তবে তার আড়ালে অবৈধ সম্পদই শুধু গড়েননি, বরং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করে কয়েকটি দেশে সম্পদের মালিক হয়েছেন তিনি। জিএম কাদেরের ক্লিন ইমেজের আড়ালে এই ‘কলঙ্ক’ খুঁজে পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

কেন্দ্রীয় কমি‌টি‌তে পদ ও নির্বাচ‌নে ম‌নোনয়ন বা‌ণিজ্যসহ নানা ‘অপক‌র্ম’ ক‌রে গড়া বিপুল প‌রিমাণ অ‌বৈধ সম্পদ অর্জন ক‌রে সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে নামে-বেনামে সম্পদ পাচার করেছেন বলে প্রাথ‌মিক অনুসন্ধা‌নে জানতে পেরেছে দুদক। ফ‌লে তার বিরু‌দ্ধে প্রকাশ্য অনুসন্ধা‌নে নাম‌ছে দুর্নীতি দমনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সংস্থাটি।

বৃহস্পতিবার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো.

আক্তার হোসেন এই তথ্য দিয়েছেন।

আরো পড়ুন:

মে‌য়েসহ আমুর অবৈধ সম্পদ সাড়ে ৩৮ কোটি টাকা, ৩ মামলা

টুঙ্গিপাড়ার সাবেক চেয়ারম্যানের বাড়িতে দুদকের অভিযান

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।”

আক্তার হোসেন জানান,  জি এম কাদের সিঙ্গাপুর, লন্ডন, সিডনিসহ বিভিন্ন দেশে নামে-বেনামে সম্পদ পাচার করেছেন। দুদকের গোপন অনুসন্ধানে জি এম কাদেরের বিরুদ্ধে আসা অভিযোগের ‘যথেষ্ট প্রমাণ মিলেছে’। এজন্য তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়েছে, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

চুক্তি অনুযায়ী, অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন।

অভিযোগে এ-ও বলা হয়, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করেছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট হলেও বর্তমানে ৬০০ থেকে ৬৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ।

অ‌ভি‌যোগ আ‌ছে, দু‌টি সংসদ নির্বাচ‌নে সংরক্ষিত নারী আস‌নের প্রত্যেকের কাছ থে‌কে তি‌নি ম‌নোনয়‌নের বি‌নিম‌য়ে মোটা অঙ্কের টাকা নি‌য়ে‌ছেন। তা‌দের কাউ‌কে কাউ‌কে এই টাকা প‌রি‌শোধ কর‌তে গি‌য়ে জ‌মিজমাও বি‌ক্রি কর‌তে হ‌য়ে‌ছে। জিএম কা‌দের পা‌র্টির চেয়ারম্যান হি‌সে‌বে নি‌জে, কখনো মহাস‌চি‌ব ও তার সি‌ন্ডি‌কে‌টের মাধ্যমে এই মনোনয়ন বা‌ণিজ্য ক‌রে‌ছেন। জিএম কাদেরের বিরু‌দ্ধে গত নির্বাচ‌নে আওয়ামী লীগ সরকা‌রের কাছ থে‌কে প্রত্যেক প্রার্থীর জন্য মোটা অং‌কের টাকা নি‌য়ে‌ আত্মসা‌তের অ‌ভি‌যোগও র‌য়ে‌ছে নেতাকর্মী‌দের।

য‌দিও জিএম কাদের সব সময় নি‌জে‌কে সৎ রাজনী‌তিক হি‌সে‌বে দা‌বি ক‌রে আস‌ছেন। তার অনুগত নেতাকর্মীরাও ব‌লে থা‌কেন তি‌নি ক্লিন ই‌মে‌জের রাজনী‌তিক।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংকে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং ৮৪ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তার স্ত্রী শরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকা মূল্যের তারও একটি জিপ গাড়ি রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি ও ফ্ল্যাট রয়েছে।

১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিএম কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯-২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।


ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ এম ক দ র জ এম ক দ র র প চ র কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?

ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।

প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।

আরো পড়ুন:

ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন

রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস

দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ: মাংস  কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।

শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ