যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের কাজ কী, ট্রাম্প কি আসলেই এটি বিলুপ্ত করতে পারবেন
Published: 22nd, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ বিলুপ্ত করার কাজ শুরু করতে এক নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিভাগকে ভেঙে দেওয়া ট্রাম্পের রক্ষণশীল রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের লক্ষ্য। তবে এটিকে পুরোপুরি বিলুপ্ত করা হয়তো সম্ভব হবে না। কেননা, এর জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হবে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর শিক্ষা বিভাগ এরই মধ্যে তাদের জনশক্তি অর্ধেক কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়ার আগেই ট্রাম্প শিক্ষা বিভাগ বিলুপ্ত করার ইচ্ছার কথা ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের ইলন মাস্ককে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। সেখানে ট্রাম্প বলেছেন, ‘আমি শিক্ষা বিভাগকে বিলুপ্ত করতে চাই। শিক্ষাকে অঙ্গরাজ্যগুলোয় ফিরিয়ে দিতে চাই। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের সমবয়সী শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে।’
ফেডারেল শিক্ষা বিভাগ বিলুপ্ত হলে অনেক সুবিধা পাওয়া যাবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেছিলেন, এতে শিক্ষা খাতে খরচ অর্ধেক কমবে। ট্রাম্প তাঁর নির্বাচনী বক্তব্যেও এ বিভাগ বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সংস্থাটির বিরুদ্ধে ট্রাম্প ও তাঁর মিত্রদের অভিযোগ, এটি তরুণদের বর্ণবাদ, যৌনতা ও রাজনৈতিক বিষয়ে দীক্ষিত করছে।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ দেশটির সরকারি স্কুলগুলোর অর্থায়ন তদারকি ও শিক্ষার্থীদের ঋণ দেখভাল এবং স্বল্প আয়ের শিক্ষার্থীদের সহায়তায় নানা কর্মসূচি গ্রহণ করে থাকে।শিক্ষা বিভাগ কী করে, কী করে নাকেন্দ্রীয় শিক্ষা বিভাগ নিয়ে একটা সাধারণ ভুল ধারণা রয়েছে যে এটি যুক্তরাষ্ট্রের স্কুলগুলো পরিচালনা ও পাঠ্যসূচি নির্ধারণ করে। এ দুই কাজের দায়দায়িত্ব আসলে অঙ্গরাজ্য ও স্থানীয় ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষের।
প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের সরকারি স্কুলগুলোর অর্থায়ন তদারকি ও শিক্ষার্থীদের ঋণ কর্মসূচির দেখভাল এবং বিশ্ববিদ্যালয়ের স্বল্প আয়ের শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে শিক্ষা বিভাগ।
প্রতিবন্ধিত্বের শিকার ও দারিদ্র্যের মধ্যে বসবাস করা অন্য শিক্ষার্থীদের সহায়তা করতেও তহবিলসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে এ বিভাগ।
কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত স্কুলগুলোতে বর্ণ ও লিঙ্গভিত্তিক বৈষম্য রোধে প্রণীত নাগরিক অধিকার আইনগুলোও কার্যকর করে শিক্ষা বিভাগ।
মার্কিন শিক্ষা দপ্তরের বার্ষিক বাজেটের পরিমাণ প্রায় ২৩৮ বিলিয়ন ডলার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ল প ত কর
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।