শাড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটছে মনিপুরী তাঁতিদের
Published: 23rd, March 2025 GMT
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঈদকে সামনে রেখে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মনিপুরী পাড়ার তাঁতিরা। তবে আগের মতো চাহিদা না থাকায় লাভের আশা কমে গেছে। তবুও তাদের ঐতিহ্যের শিল্পকে ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন এ শিল্পের কারিগররা।
মনিপুরী তাঁত শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, ‘‘টেকনোশিয়ানরা সিন্ডিকেট করে আমাদের হাতেবুনা শিল্পের ধস নামানোর চেষ্টা করছেন। তাদের হাতে চলে যাচ্ছে আমাদের আদি শিল্প। এখন আসল মনিপুরী শাড়ি কপি করা হচ্ছে।’’
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ১৪ থেকে ১৫টি গ্রামে মনিপুরী সম্প্রদায়ের বসবাস রয়েছে। এরসঙ্গে ১৫ হাজার মুসলিম মনিপুরীদের বসবাস রয়েছে এখানে। বিভিন্ন এনজিও ও ব্যাংক ঋণ সহজ করায় ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয়ে এখন সবার ঘরে ঘরে হস্তচালিত তাঁত মেশিন সচল রয়েছে। প্রতি পরিবারের নারীরা মাসে ১০ থেকে ১২ হাজার টাকা আয় করেন। এই আয়ের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাঁত শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ঋণের কিস্তি দিয়ে বাকি টাকায় সংসার চালান তারা।
রবিবার (২৩ মার্চ) কমলগঞ্জ উপজেলার মনিপুরী অধ্যুষিত এলাকার কান্দিগাও, মাঝের গাও, বন্দরগাও, ঘোড়ামারা, আলীনগর ও মধাবপুর গ্রাম ঘুরে দেখা যায়, সব বাড়িতে মনিপুরী নারীরা সাংসারিক কাজের ফাঁকে ঈদকে সামনে রেখে তাঁতের শাড়ি বুনতে ব্যস্ত রয়েছেন।
কথা হয় অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতার সঙ্গে। তিনি বলন, ‘‘এক সময় আমাদের আয়ের বড় একটা অংশ আসত তাঁতশিল্প থেকে। ৯০ দশকের শেষের দিকে এসে ঐতিহ্যবাহী তাঁতশিল্পের নিপুণ কারিগর মনিপুরী নারীরা অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেন। ২০০০ সালের শুরুতে মনিপুরী তাঁতের শাড়িসহ অন্যান্য কাপড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঘুরে দাড়াঁয় এ শিল্প।’’
এই শিল্পের সঙ্গে জড়িত লুবনা আক্তার বলেন, ‘‘আমি বাণিজ্যিকভাবে তাঁতের শাড়ি তৈরির জন্য ৫০টি তাঁত মেশিন স্থাপন করেছি। ২৫টি সচল রয়েছে। সুতার দাম বৃদ্ধি, মজুরির খরচ বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে।’’
বন্দরগাঁও গ্রামের সুফিয়া আক্তার বলেন, ‘‘এখন মনিপুরী পাড়ার প্রতিটি ঘরে ঘরে হস্তচালিত তাঁতের মেশিন আছে। সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে ২-৩ দিনের মধ্যে একটি শাড়ি তৈরি করা যায়। ঈদকে সামনে রেখে আমরা মুসলিম মনিপুরীরা ব্যস্ত সময় পার করছি। প্রতিটি শাড়ি ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রি করে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করব।’’
মাঝের গাঁও গ্রামের সুনীতি সিং বলেন, ‘‘শাড়ি কম বিক্রি হচ্ছে। এখন বাজারে মনিপুরী শাড়ির কপি চলে এসেছে। এতে আসল মনিপুরী শাড়ির কদর কমে গেছে।’’
ভানুবিল কমিনিটি ব্যাজ ট্যুরিজমের উদ্যোক্তা নারায়ণ সিং জানান, আসল মনিপুরী শাড়ি বুনুনকারীদের হাত থেকে টেকনোশিয়ানদের হাতে গিয়ে কপি হচ্ছে। এতে মনিপুরী শাড়ির দাম ও মান কমে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী হরেন্দ্র সিং ও তিলকপুর গ্রামের সাখাওয়াত মিয়া বলেন, ‘‘আমরা স্থানীয়ভাবে শাড়ি সংগ্রহ করে বিভিন্ন মহাজনদের কাছে সরবরাহ করি। কিন্ত সিজনের সময় তারা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেয়। পর্যটকদের কাছে মনিপুরী শাড়ির চাহিদা অনেক বেশি। মধ্যস্বত্বভোগীরা ভাগ বসিয়ে দেয়। এতে শাড়ি বুননকারীরা লোকসানে পড়েন। আসল মনিপুরী শাড়ি কিনতে হলে মনিপুরীদের হাত থেকে কেনা উচিত।’’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘‘মনিপুরী শাড়ি কমলগঞ্জের ঐতিহ্য। এটা ধরে রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সরকারি কোনো সুযোগ-সুবিধা আসলে আমি তাদের সহযোগিতা করব।’’
ঢাকা/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কমলগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
শুল্ক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে বড় অনিশ্চয়তা থেকে রেহাই পেল বাংলাদেশ
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ আগস্ট সময়সীমার আগেই বাংলাদেশের ওপর ধার্য করা পাল্টা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাংলাদেশ বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছে।
তৃতীয় দফার আলোচনা শেষে ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ডিসি থেকে খলিলুর রহমান প্রথম আলোকে এ কথা বলেন।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও ছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই শুল্কহার ঘোষণা করা হয়। সর্বশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসেবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হলো।
আরও পড়ুন১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ ৬ ঘণ্টা আগেখলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ট্রাম্প প্রশাসন ১ আগস্ট সময়সীমার আগেই বাংলাদেশের ওপর ধার্য করা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমরা বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছি। ওই সময়সীমার মধ্যে শুল্কসংক্রান্ত জটিল আলোচনা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম। তা না হলে আমরা এ সিদ্ধান্তটি পেতাম না; এবং গত এপ্রিলে ধার্য করা ৩৫ শতাংশ শুল্কের গুরুভার আমাদের বহন করে যেতে হতো।’
আরও পড়ুনরপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা৪ ঘণ্টা আগেখলিলুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প ২০ শতাংশ শুল্ক ধার্য করেছেন, যা আমাদের প্রধান প্রতিযোগী দেশগুলোর সমান অথবা যত্সামান্য বেশি; এবং ভারতের থেকে ৫ শতাংশ কম। সুতরাং আমেরিকার বাজারে আমাদের রপ্তানি পণ্য প্রতিযোগিতামূলক থাকবে। তৈরি পোশাকশিল্প ও এর ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য এটি অত্যন্ত স্বস্তিকর ঘটনা।’
আরও পড়ুনএটা আমাদের পোশাক খাতের ওপর নির্ভরশীল লাখো মানুষের জন্য সুসংবাদ: খলিলুর রহমান২ ঘণ্টা আগে