নেত্রকোনায় পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
Published: 25th, March 2025 GMT
নেত্রকোনায় পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন ও খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান।
আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে মোজাম্মেলকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে গতকাল সোমবার রাত দুইটার দিকে নূরপুর-বোয়ালি এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে গ্রেপ্তার হন সাদেকুর।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে মোজাম্মেলের বিরুদ্ধে দুটি মামলা আছে।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ আজ সকালে জানান, মোজাম্মেলের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা আছে। এর মধ্যে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
অন্যদিকে সাদেকুর রহমানও দুটি মামলার আসামি। সাদেকুরের এক স্বজন বলেন, রাজনৈতিক মামলা করার পরপরই পুলিশ সাদেকুরকে গ্রেপ্তার করে। পরে উচ্চ আদালত থেকে তিনি সম্প্রতি জামিনে বের হন। কিন্তু আবারও ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী আজ সকালে বলেন, সাদেকুরের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা আছে। এ ছাড়া তিনি কয়েকটি মামলার সন্দেহভাজন আসামি। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর আওয় ম
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।