ঈদ সামনে রেখে নিজের বা প্রিয়জনের জন্য ল্যাপটপ কিনছেন অনেকেই। কাজের ধরন এবং বাজেটের কারণে ৫০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বেশি কিনছেন তাঁরা। যাঁরা বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান, তাঁদের জন্য ৫০ হাজার টাকার মধ্যে জনপ্রিয় ১০টি মডেলের ল্যাপটপের তথ্য তুলে ধরা হলো।
লেনেভো আইডিয়াপ্যাড ডি৩৩০ইন্টেল সেলেরন প্রসেসরে চলা ১০.
ইন্টেল সেলেরন এন৪০২০ প্রসেসরে চলা এই ল্যাপটপে ৮গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১৫.৬ ইঞ্চি পর্দার পাশাপাশি ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস৬০০ সুবিধা থাকায় ভিজ্যুয়াল অভিজ্ঞতা বেশ ভালো পাওয়া যায় ল্যাপটপটিতে। শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য উপযোগী ল্যাপটপটির দাম পড়বে ৩৬ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন২৩ মার্চ ২০২৫এইচপি ২৫০ জি৮সেলেরন ডুয়েল কোর প্রসেসরে চলা এই ল্যাপটপে ৮ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে শক্তিশালী প্রসেসর ও র্যাম থাকার কারণে সহজেই একসঙ্গে একাধিক কাজ করা যায়। এর ফলে পড়ালেখার পাশাপাশি অফিসের গুরুত্বপূর্ণ কাজও করা যায় ল্যাপটপটিতে। ল্যাপটপটির দাম পড়বে ৩৭ হাজার টাকা।
আসুস ভিভোবুক গো ১৫ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসরের এই ল্যাপটের ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ইন্টেল এইচডি গ্রাফিকসসহ ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি পর্দার ল্যাপটপটির দাম পড়বে ৩৭ হাজার ৮০০ টাকা। শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের রিমোট জব বা ফ্রিল্যান্সারদের জন্য বেশ উপযোগী ল্যাপটপটি।
ওয়ালটন প্রিলুড এন৪১ইন্টেল সেলেরন এন৪১২০ প্রসেসরে চলা এই ল্যাপটপে ৮ গিগাবাইট র্যাম রয়েছে। ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপটি শিক্ষার্থীদের পাশাপাশি যাঁরা বাড়ি থেকে বিভিন্ন ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন, তাঁদের জন্য বেশ উপযোগী। ল্যাপটপটির দাম পড়বে ৩৮ হাজার ৫৫০ টাকা।
আসুস ভিভোবুক এক্স৫১৫এমএইন্টেল সেলেরন এন ৪০২০ প্রসেসরে চলা এই ল্যাপটপে ৪ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। ইন্টেল ইউএইচডি গ্রাফিকস ৬০০ আইজিপিইউযুক্ত ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চি এফএইচডি পর্দা থাকায় দ্রুত বিভিন্ন কাজ করা যায়। ল্যাপটপটির দাম পড়বে ৪২ হাজার ৫০০ টাকা।
আসুস এক্সপার্টবুক বিআর১১০০এফকেএইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসরে চলা এই ল্যাপটপের দাম পড়বে ৪৪ হাজার ৫০০ টাকা। ১১.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ৪ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার পাশাপাশি ৩৬০-ডিগ্রি কনভার্টেবল টাচ ডিসপ্লে সুবিধা থাকায় সহজেই বিভিন্ন কাজ করা সম্ভব। ল্যাপটপটির দাম পড়বে ৪৪ হাজার ৫০০ টাকা।
এসার অ্যাসপায়ার লাইট এএল১৫-৪১শিক্ষার্থীদের পাশাপাশি পেশাদারদের জন্য উপযোগী ল্যাপটপটির দাম পড়বে ৪৭ হাজার টাকা। এএমডি রাইজেন৩ ৫৩০০ইউ প্রসেসরে চলা ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ৮ গিগাবাইট র্যাম রয়েছে। গেমারদের জন্য বেশ কিছু ফিচারও রয়েছে এই ল্যাপটপে।
লেনোভো আইডিয়াপ্যাড ৪ইন্টেল কোর আইথ্রি-১০০৫জি১ প্রসেসরে চলা ল্যাপটপটিতে ৪ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। আইজিপিইউ ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকসের পাশাপাশি ১৫.৬ ইঞ্চি এফএইচডি পর্দা থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যায়। ল্যাপটপটির দাম পড়বে ৪৭ হাজার ৫০০ টাকা।
এসার ট্র্যাভেলমেট পি২১৪-৫৩১৪ ইঞ্চি পর্দার এই ল্যাপটপের দাম পড়বে ৪৮ হাজার ৫০০ টাকা। ৮ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ল্যাপটপটিতে ইন্টেল কোর আইথ্রি প্রসেসর রয়েছে। এর ফলে অফিসের যেকোনো গুরুত্বপূর্ণ কাজ, উপস্থাপনাসহ একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায় ল্যাপটপটিতে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ জ র ৫০০ ট ক ৪ গ গ ব ইট র ৮ গ গ ব ইট র দ র জন য ইন ট ল ক জ কর উপয গ
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন