১. জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট–২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ—

ক. সিঙ্গাপুর

খ. তাইওয়ান

গ. জাপান

ঘ. ভুটান

উত্তর: খ. তাইওয়ান (বাংলাদেশের অবস্থান ১৩৪তম)

২. দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?

ক. চট্টগ্রাম-সন্দ্বীপ

খ. টেকনাফ–সেন্ট মার্টিন

গ. নোয়াখালী-ভোলা

ঘ. কুয়াকাটা-বরগুনা

উত্তর: ক.

চট্টগ্রাম-সন্দ্বীপ (চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট)

আরও পড়ুন৪৫তম বিসিএসের ফল দিতে আরও কত সময় নেবে পিএসসি২ ঘণ্টা আগে

৩. ২০২৫ সালের জন্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠনের (আসিয়ান) সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ?

ক. ইন্দোনেশিয়া

খ. ব্রুনাই

গ. মালেশিয়া

ঘ. থাইল্যান্ড

উত্তর: গ. মালেশিয়া

৪. টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এ স্থান পেয়েছে বাংলাদেশের কোন মসজিদ?

ক. গুলশান সোসাইটি মসজিদ, ঢাকা

খ. বাইতুর রউফ জামে মসজিদ, ঢাকা

গ. জেবুন নেসা মসজিদ, সাভার

ঘ. আমান মসজিদ, নারায়ণগঞ্জ

উত্তর: গ. জেবুন নেসা মসজিদ, সাভার

৫. আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটানো দুই মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসার মিশন কী নামে পরিচিত?

ক. ক্রু-৯

খ. ক্রু-৮

গ. প্রোগ্রেস ৯০

ঘ. সয়ুজ এমএস ২৬

উত্তর: ক. ক্রু-৯

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫

৬. সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল—

ক. জাতীয় সেনা দল

খ. সৈনিক ফ্রন্ট

গ. আর্মি পার্টি

ঘ. জনতার দল

উত্তর: ঘ. জনতার দল (আহ্বায়ক-শামীম কামাল)

৭. যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবে শান্তি আলোচনার পর কোন জলভাগে সামরিক তৎপরতা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন?

ক. কৃষ্ণসাগর

খ. ভূমধ্যসাগর

গ. বাল্টিক সাগর

ঘ. পূর্ব সাইবেরিয়ান সাগর

উত্তর: ক. কৃষ্ণসাগর

৮. পূর্ব পাকিস্তানে সামরিক বাহিনী মোট কয়টি স্থায়ী ও অস্থায়ী ক্যান্টনমেন্টে বিন্যস্ত ছিল?

ক. ১২টি

খ. ১০টি

গ. ৮টি

ঘ. ৬টি

উত্তর: গ. ৮টি

৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বই ‘উইটনেস টু সারেন্ডার’-এর লেখক—

ক. এ আর সিদ্দিকি

খ. রাও ফরমান আলী

গ. খাদিম হুসেন রাজা

ঘ. সিদ্দিক সালিক

উত্তর: ঘ. সিদ্দিক সালিক

১০. ‘বিশ্ব পানি দিবস’ পালিত হয় প্রতিবছর—

ক. ১৮ ফেব্রুয়ারি

খ. ২৬ এপ্রিল

গ. ১২ মার্চ

ঘ. ২২ মার্চ

উত্তর: ঘ. ২২ মার্চ

১১. বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে—

ক. ৩০ মার্চ ২০২৫

খ. ৯ এপ্রিল ২০২৫

গ. ১ মে ২০২৫

ঘ. ১ জানুয়ারি ২০২৬

উত্তর: খ. ৯ এপ্রিল ২০২৫

আরও পড়ুনচীনের সেরা ১০ স্কলারশিপ: টিউশন ফি মওকুফ-আবাসন-চিকিৎসার সঙ্গে মিলবে মাসিক ভাতাও২৬ মার্চ ২০২৫

১২. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন—

ক. কার্সটি কভেন্ট্রি

খ. লারিসা ল্যাটিনিনা

গ. ইসাবেল ওয়ের্থ

ঘ. রাইসা স্মেটানিনা

উত্তর: ক. কার্সটি কভেন্ট্রি

১৩. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) কোন লক্ষ্যমাত্রায় বিশুদ্ধ পানির কথা বলা হয়েছে?

ক. এসডিজি-২

খ. এসডিজি-৪

গ. এসডিজি-৬

ঘ. এসডিজি-৮

উত্তর: গ. এসডিজি-৬

১৪. রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আগের নাম—

ক. রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন

খ. হারাকাহ আল ইয়াকিন

গ. আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন

ঘ. আল আশতার ব্রিগেডস

উত্তর: খ. হারাকাহ আল ইয়াকিন (ইংরেজিতে-ফেইথ মুভমেন্ট)

১৫. পৃথিবীর সর্ববৃহৎ প্রবালপ্রাচীর—

ক. গ্রেট ব্যারিয়ার রিফ

খ. অ্যামাজন রিফ

গ. বেলিজ ব্যারিয়ার রিফ

ঘ. কোরাল ট্রায়াঙ্গেল

উত্তর: ক. গ্রেট ব্যারিয়ার রিফ

১৬. পায়রা সমুদ্রবন্দর কোন চ্যানেলে অবস্থিত?

ক. শাহবাজপুর চ্যানেল

খ. হাতিয়া চ্যানেল

গ. মাতারবাড়ী পোর্ট চ্যানেল

ঘ. রাবনাবাদ চ্যানেল

উত্তর: ঘ. রাবনাবাদ চ্যানেল (পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়)

১৭. এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের অধীন মোট কয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে?

ক. ৬টি

খ. ৯টি

গ. ১১টি

ঘ. ১৩টি

উত্তর: গ. ১১টি

আরও পড়ুনশক্তিশালী পাসপোর্টে বাংলাদেশ, নতুন স্থলবন্দর, সেরা বিমানবন্দর, দুর্নীতিগ্রস্ত দেশে বাংলাদেশ কত—জানুন১৩ ফেব্রুয়ারি ২০২৫

১৮. যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে ফ্রান্সের দেওয়া উপহার ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোনো নদীর তীরে অবস্থিত?

ক. মিসিসিপি নদী

খ. হাডসন নদী

গ. গিনিজ নদী

ঘ. কলোরাডো নদী

উত্তর: খ. হাডসন নদী

১৯. জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা কয়টি?

ক. ৬টি

খ. ৭টি

গ. ৯টি

ঘ. ১০টি

উত্তর: ক. ৬টি

২০. বিমসটেকের (BIMSTEC) ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. ঢাকা, বাংলাদেশ

খ. দিল্লি, ভারত

গ. ব্যাংকক, থাইল্যান্ড

ঘ. কুয়ালালামপুর, মালেশিয়া

উত্তর: গ. ব্যাংকক, থাইল্যান্ড (২-৪ এপ্রিল, ২০২৫)

* লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মসজ দ এসড জ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে পিএসজি, লিভারপুল, বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকোর মতো ক্লাব।

সিপিএল: এলিমিনেটর

অ্যান্টিগা-ত্রিনবাগো
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

২য় নারী ওয়ানডে

ভারত-অস্ট্রেলিয়া
বেলা ২টা, স্টার স্পোর্টস ১

এশিয়া কাপ ক্রিকেট

পাকিস্তান-আমিরাত
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

অলিম্পিয়াকোস-পাফোস
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

বায়ার্ন-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-আতলেতিকো
রাত ১টা, সনি স্পোর্টস ২

আয়াক্স-ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস ৫

পিএসজি-আতালান্তা
রাত ১টা, সনি লিভ

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া