জীবনের ‘লু হাওয়া’ সরিয়ে লক্ষ্যে লুনা
Published: 28th, March 2025 GMT
জীবন যেভাবে শেখায়, পৃথিবীর তাবৎ পাঠশালা তা পারবে না। বিপদে শিরদাঁড়া যে সোজা রাখে, সফলতা তার মুঠোয় আসে! জিনাত রেহানা লুনা তেমনি এক নারী; জীবনের সব ‘লু হাওয়া’ সরিয়ে লক্ষ্যে আছেন অবিচল। অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন হাজারো নারীর।
রাজধানীর ধানমন্ডি ড্রিমস পার্লার অ্যান্ড ফিটনেস ক্লাবের সিইও লুনা ভালোবাসেন উপস্থাপনা। বাংলাদেশ বেতারে দীর্ঘ ২৮ বছর ধরে কাজটি করছেন পরম মমতায়। গুণী নাট্যশিল্পী, অভিনয়েও পটু। ১৯৯২ সাল থেকে লুনা বিটিভির তালিকাভুক্ত নাট্যশিল্পী।
২০২০ সালে করোনাভাইরাস কেড়ে নেয় লুনার স্বামী মোহাম্মদ সাইফুল ইসলামকে। এর পর মুদ্রার উল্টো পিঠ পরখ করেন। তাতে ভেঙে পড়েননি লুনা। পেছনের দিনগুলো থেকে প্রেরণা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। লুনার ভাষ্য, ২০২০ সালের করোনা মহামারি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সব বিষয়ে আমাকে সহযোগিতা করা হাত দুটি হারিয়ে যায়। স্বামীর মৃত্যুর পর মনে হচ্ছিল, আমার জীবন একেবারে থেমে গেছে! কিন্তু নিজের জীবনের পেছনের দিনগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই– সাইফুলই আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেটর। এর পর নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার শক্তি পাই। মাত্র চার বছরে আজকের এখানে প্রতিষ্ঠিত করেছি।
জীবন সংগ্রামের বর্ণনায় লুনা জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগ মুহূর্তে তাঁকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। ছোট্ট পরিবার থেকে ওঠেন মোহাম্মদপুরের একান্নবর্তী সংসারে। স্বামীরা ১০ ভাইবোন, শ্বশুর-শাশুড়িসহ সদস্য ২৫। ভাইবোনের মধ্যে সবার বড় লুনার স্বামী সাইফুল। শুরুতে অস্বস্তিতে পড়লেও দ্রুত মানিয়ে নেন। এর পর আবিষ্কার করেন– তাঁর বিশ্ববিদ্যালয় জীবন, দুই সন্তান লালন-পালন, চাকরিসহ সব কাজ সামলাতে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না এ পরিবারের কারণে। বিয়ের পরপর স্বামী কুয়েতে গেলেও লুনা শ্বশুরবাড়িতে থেকেই বিশ্ববিদ্যালয়ের পাট শেষে চাকরি শুরু করেন।
বিভিন্ন বিদেশি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি ভিসা প্রসেসিং সেন্টারেও কাজ করেছেন লুনা। কর্মদক্ষতায় সফল হলেও পুরুষতান্ত্রিক সমাজ তাঁকে টেনে ঠেকানোর চেষ্টা করেছে বলে জানান। কিন্তু তিনি দমে না গিয়ে এসবকে চ্যালেঞ্জ হিসেবে নিতেন। ঘাম ঝরানো অর্থে ফ্ল্যাট, গাড়ি সবই করেছেন লুনা। তবে তিনি এখনও মনে করেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একদিন মেয়েকে স্কুলে দিয়ে অফিসের গাড়ির কাছে পৌঁছাতে এক মিনিট দেরি হওয়ায় তাঁকে ফেলে চলে গিয়েছিলেন সহকর্মীরা। ওই ঘটনার পর নিজেকে নতুন উদ্যমে তৈরি করেন লুনা– নিজেকেই সব করতে হবে। কারও পানে চেয়ে থাকলে চলবে না। মেয়ে সাদিয়া জাহিন সাজিন ও সাবরিনা জাহিন সুজানার দিকে তাকিয়ে প্রতিবার ঠিক ফিনিক্স পাখির মতো দাঁড়িয়েছেন লুনা। বর্তমানে ড্রিমস পার্লারে ২০ নারী কাজ করছেন। প্রতিনিয়ত সেবা নিতে আসা নারীদের সঙ্গে কথোপকথনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে লুনার। নারীদের জন্য তাঁর পরামর্শ, নারীর জীবনে সবচেয়ে প্রয়োজন ধৈর্য।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৫ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ
সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন তাঁরা।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়।
তিন দফা দাবির অন্যটি হলো ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালু।
আজ বুধবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে অনশন চালিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের অনশনের সঙ্গে সংহতি প্রকাশ করে তাঁদের খোঁজখবর নিতে দেখা যায়।
অনশনে বসা পাঁচ শিক্ষার্থী হলেন উদ্ভিদবিজ্ঞানের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল মুরাদ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের ফেরদৌস শেখ, ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহীন মিয়া এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অপু মুন্সী।
অনশনকারীদের মধ্যে ফয়সাল মুরাদ ও এ কে এম রাকিব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের পেটে ব্যথা, রক্তচাপ কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
অনশনকারী অপু মুন্সী বলেন, পারিবারিক কারণে তাঁকে গ্রামে চলে যেতে হয়েছে। তাই গতকাল রাতে তিনি অবস্থান করতে পারেননি।
আজ অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এদিকে অনশনকারীদের প্রতি সমর্থন জানিয়ে দুপুরে বিক্ষোভ মিছিল করবেন সাধারণ শিক্ষার্থীরা। এ কারণে শিক্ষার্থীদের ভাষাশহীদ রফিক ভবনের নিচে উপস্থিত হতে আহ্বান জানানো হয়েছে।
অনশনে অংশ নেওয়া শাহীন মিয়া বলেন, প্রশাসন আগের মতোই বাহানা করে যাচ্ছে। হচ্ছে, হবে এ বক্তব্য থেকে বের হতে পারেনি প্রশাসন। আর কোনো টালবাহানা তাঁরা শুনবেন না। তাঁদের দাবি অবশ্যই মানতে হবে। তা না হলে প্রশাসনকে দায়িত্ব ছেড়ে দিতে হবে।
আরেক অনশনকারী ফয়সাল মুরাদ বলেন, প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশন চলছে, কিন্তু প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যে তিনিসহ আরও একজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন।
অনশনকারী এ কে এম রাকিব প্রথম আলোকে বলেন, ‘আমরা অবস্থানসহ বেশ কিছু কর্মসূচি পালন করেছি, কিন্তু তাতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশনে যেতে বাধ্য হয়েছি। এ ছাড়া আমাদের উপায় ছিল না। এই নখদন্তহীন প্রশাসন হয়তো আমাদের দাবি মেনে নেবে, নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।’
আরও পড়ুনসম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনের রূপরেখাসহ তিন দাবিতে অনশনে ৫ শিক্ষার্থী১৯ ঘণ্টা আগেযতক্ষণ তিন দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে জানিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দু আছে ততক্ষণ তাঁরা অনশন চালিয়ে যাবেন। ক্লাস-পরীক্ষা শেষ করে অনেকেই এসে সংহতি প্রকাশ করছেন। সকাল থেকে এ সংখ্যা বাড়ছে।
এদিকে গতকাল রাতে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা ভাষাশহীদ রফিক ভবনের নিচে উপস্থিত হন। এ সময় উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন আয়োজনের এবং জানুয়ারি মাস থেকে সম্পূরক বৃত্তি দেওয়ার আশ্বাস দেন।
তবে সুস্পষ্ট রূপরেখা ছাড়া ও প্রশাসন থেকে লিখিত না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে উপাচার্যকে জানিয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা।