আবার হেরেছে পান্ডিয়ার মুম্বাই, প্রথম জয় গিলের গুজরাটের
Published: 29th, March 2025 GMT
দুই দলের জন্যই ম্যাচটি ছিল এবারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পাওয়ার। আহমেদাবাদে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে সেই স্বাদ পেয়েছে গুজরাট টাইটানস। শুবমান গিলের দল ৩৬ রানে হারিয়ে হার্দিক পান্ডিয়ার মুম্বাইকে।
২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছিল গিলের গুজরাট। রান তাড়ায় মুম্বাইয়ে করতে পারে ৬ উইকেটে ১৬০ রান।
রান তাড়ায় মুম্বাইয়ের হয়ে যা একটু লড়েছেন তিলক বর্মা ও সূর্যকুমার যাদব। প্রথম ওভারে ৮ রানে ওপেনার রোহিত শর্মাকে (৮) হারায় মুম্বাই। দ্বিতীয় ও তৃতীয় বলে রোহিত টানা দুই চার মারার পর চতুর্থ বলে বোল্ড করে প্রতিশোধ নেন মোহাম্মদ সিরাজ।
এরপর উইকেটে গিয়েই মারতে শুরু করেন তিলক। রায়ান রিকেলটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ২৭ রান যোগ করেন তিলক, এর ১৮-ই ছিল তাঁর। দক্ষিণ আফ্রিকান রিকেলটনকেও বোল্ড করে সিরাজ দ্বিতীয় উইকেট পাওয়ার পর সূর্যকুমার যাদবকে নিয়ে তৃতীয় উইকেটে ৪২ বলে ৬২ রান যোগ করেন তিলক। তবে এই জুটিতে নিষ্প্রভই ছিলেন তিলক, করেন ২২ বলে ২১ রান।
ম্যাচে সর্বোচ্চ ৬৩ রান করেছেন গুজরাটের ওপেনার সাই সুদর্শন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা