ধোনির চেন্নাইকে হারিয়ে রাজস্থানের প্রথম জয়
Published: 31st, March 2025 GMT
আইপিএলের এবারের আসরে প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। রোববার (৩০ মার্চ) রাতে তারা নিজেদের তৃতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।
গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চেন্নাই থামে ১৭৬ রানে।
জয়ের জন্য শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৯ রান। তুষার দেশপান্ডের করা ১৯তম ওভারে ধোনি ও জাদেজা ১ চার ও ২ ছক্কায় ১৯ রান তুলে শেষ ওভারে নিয়ে যান ম্যাচ। যেখানে জিততে তাদের প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু তারা ওই ওভারে একটি উইকেট হারিয়ে নিতে পারে মাত্র ১৩ রান।
রান তাড়া করতে নেমে চেন্নাইর রুতুরাজ গায়কোয়াড় ৪৪ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন। রবীন্দ্র জাদেজা ২২ বলে ২ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৩২ রান। এছাড়া রাহুল ত্রিপাঠি ২৩, শিভম দুবে ১৮ ও ধোনি করেন ১৬ রান।
তার আগে রাজস্থানের সংগ্রহ ১৮২ পর্যন্ত নিতে ব্যাট হাতে অবদান রাখেন নিতিশ রানা। ওয়ান ডাউনে নামা এই ব্যাটসম্যান মাত্র ৩৬ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ২৮ বলে ২ চার ও ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক রিয়ান পরাগ। এছাড়া সঞ্জু স্যামসন ২০ ও শিমরন হেটমায়ার করেন ১৯ রান।
বল হাতে চেন্নাইর নূর আহমদ ও মাথিশা পাথিরানা ৪ ওভারে ২৮টি করে রান দিয়ে ২টি করে উইকেট নেন। খলিল আহমেদ ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন আরও ২টি উইকেট।
অন্যদিকে রাজস্থানের ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে চেন্নাইকে ছুড়ে দেওয়া রানের নাগাল পেতে দেননি। ১টি করে উইকেট নেন জোফরা আর্চার ও সন্দীপ শর্মা।
অনবদ্য ৮১ রানের ইনিংস খেলে হাসারাঙ্গাকে পেছনে ফেলে ম্যাচসেরা হন তিনিশ রানা।
এই জয়ে ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান নিয়েছে রাজস্থান। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস আছে সপ্তম স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা