এক ম্যাচেই ছক্কার ৩ মাইলফলকের সামনে ট্রাভিস হেড
Published: 6th, April 2025 GMT
গত দুই বছরে কোন ব্যাটসম্যান বোলারদের মনে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছেন? বেশির ভাগেরই উত্তর হওয়ার কথা ট্রাভিস হেড।
৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মারকাটারি ব্যাটিংয়ের ধারাটা ধরে রেখেছেন আইপিএলেও। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের যে মন্ত্র নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ মাঠে নামছে, সেটা বাস্তবায়ন করার বড় দায়িত্ব বাঁহাতি এই ওপেনারের।
যদিও এবারের আইপিএল হেডের জন্য এখন পর্যন্ত অম্লমধুর হয়ে আছে। ঘরের মাঠ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুটা করেছিলেন ৩১ বলে ৬৭ রানের ইনিংস দিয়ে। একই মাঠে এরপর ২৮ বলে ৪৭। তবে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ দুই ম্যাচে করতে পেরেছেন ২২ ও ৪। চার ম্যাচের তিনটিতে হেরে হায়দরাবাদও আছে পয়েন্ট তালিকার তলানিতে।
ট্রাভিস হেডের জন্য এবারের আইপিএল এখন পর্যন্ত অম্লমধুর হয়ে আছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের
২৮ নভেম্বর, ২০০৬—এদিন খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ খেলতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি কাকতালীয়ভাবে বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই।
আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ।
১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয় পেতে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে মাইলফলক ছোঁয়ার ম্যাচগুলোতে দলের আগের কীর্তি।
শততম টি–টোয়েন্টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ।