গত দুই বছরে কোন ব্যাটসম্যান বোলারদের মনে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছেন? বেশির ভাগেরই উত্তর হওয়ার কথা ট্রাভিস হেড।

৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মারকাটারি ব্যাটিংয়ের ধারাটা ধরে রেখেছেন আইপিএলেও। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের যে মন্ত্র নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ মাঠে নামছে, সেটা বাস্তবায়ন করার বড় দায়িত্ব বাঁহাতি এই ওপেনারের।

যদিও এবারের আইপিএল হেডের জন্য এখন পর্যন্ত অম্লমধুর হয়ে আছে। ঘরের মাঠ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুটা করেছিলেন ৩১ বলে ৬৭ রানের ইনিংস দিয়ে। একই মাঠে এরপর ২৮ বলে ৪৭। তবে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ দুই ম্যাচে করতে পেরেছেন ২২ ও ৪। চার ম্যাচের তিনটিতে হেরে হায়দরাবাদও আছে পয়েন্ট তালিকার তলানিতে।

ট্রাভিস হেডের জন্য এবারের আইপিএল এখন পর্যন্ত অম্লমধুর হয়ে আছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ