ট্রাম্প তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কথা বলে কি মার্কিন সংবিধানকে চ্যালেঞ্জ করছেন
Published: 7th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর বলেছিলেন, তিনি এক দিনের জন্য স্বৈরশাসক হতে চান। যদিও পরে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি কেবল মজার ছলে এটা বলেছেন। এখন তিনি বলছেন, দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পরও তিনি হয়তো ক্ষমতা ধরে রাখতে চাইবেন।
অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্ট বলা আছে, কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। দুই মেয়াদের পর একজন প্রেসিডেন্টকে অবশ্যই ক্ষমতা ছেড়ে সরে দাঁড়াতে হবে।
হয়তো ট্রাম্প করবেন অথবা করবেন না। তবে তিনি বিতর্কে জড়িয়ে পড়তে এবং সমালোচকদের কাছ থেকে উৎসাহ পেতে ভালোবাসেন।
ট্রাম্প সংবিধানের বাইরে গিয়ে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনী লড়াইয়ে নামার সম্ভাবনার কথা বলে সেদিন বাকি সব খবর থেকে সংবাদমাধ্যমের নজর নিজের দিকে সরিয়ে নিয়েছিলেন।
নিশ্চয়ই ট্রাম্পের নিজ শিবিরের অনেকে একে কৌতুক হিসেবে নিয়েছেন, রিপাবলিকান নেতারা হেসেছেন এবং সাংবাদিকেরা ট্রাম্পের এ কথা এতটা গুরুত্বের সঙ্গে নেওয়ায় হোয়াইট হাউসের কর্মকর্তারা তাঁদের উপহাস করেছেন।
কিন্তু বাস্তবতা হচ্ছে, ট্রাম্প যে ধারণার কথা বলেছেন, তা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে। প্রায় ২৫০ বছর আগে স্বাধীনতার পর এই সাংবিধানিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র পরিচালিত হয়ে আসছে।
যুক্তরাষ্ট্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে অতীতে কখনো ক্ষমতার সীমাবদ্ধতা ও আইনের শাসনের প্রতি একজন প্রেসিডেন্টের যে প্রতিশ্রুতি, তা এতটা প্রশ্নের মুখে পড়েনি। ট্রাম্পের সমালোচকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র অন্ধকার দিকে এগিয়ে যাচ্ছে।
ট্রাম্পের সংবিধান অমান্য করার চেষ্টা অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও একবার তিনি সংবিধান অমান্য করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর তিনি ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন।
পরে ট্রাম্প নতুন নির্বাচন ছাড়াই হোয়াইট হাউসে ফিরে আসার জন্য সংবিধান বাতিলের দাবিও করেছিলেন।
জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন ট্রাম্প। শপথ গ্রহণের পর ১১ সপ্তাহে তিনি যত নির্বাহী আদেশ জারি করেছেন, আধুনিককালে তাঁর পূর্বসূরিদের কেউ এমনটা করেননি।
নিউইয়র্কের প্রতিনিধি ডেমোক্র্যাট নেতা ড্যানিয়েল গোল্ডম্যান এক সাক্ষাৎকার এ বিষয়ে বলেছেন, ‘আমার মনে হয়, তিনি এরই মধ্যে যা শুরু করেছেন, এটা তারই চূড়ান্ত নাটকীয় রূপ। গণতন্ত্রকে অস্থিতিশীল ও দুর্বল করার এটি একটি পদ্ধতিগত প্রচেষ্টা, যেন তিনি আরও বেশি ক্ষমতাধর হয়ে উঠতে পারেন।’
আরও পড়ুনতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা নিয়ে রসিকতা করছি না: ট্রাম্প৩১ মার্চ ২০২৫গত শুক্রবার দেওয়া ওই সাক্ষাৎকারে গোল্ডম্যান আরও বলেছিলেন, ‘অনেক মানুষ এটা নিয়ে কথাই বলছেন না। কারণ, নির্দিষ্ট ওই দিনে এটা সবচেয়ে জরুরি বিষয় ছিল না।’
গত বুধবার বেশ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যে তোলপাড় তুলে দিয়েছেন ট্রাম্প। তাঁর শুল্ক আরোপের ঘোষণার পর সারা বিশ্বে পুঁজিবাজারে ধস নেমেছে।
এভাবে আসলে গণতন্ত্রের ওপর হামলা হচ্ছে বলে মনে করেন গোল্ডম্যান। এই ডেমোক্র্যাট নেতা বলেন, লোকজনকে বুঝতে হবে যে এটা এখন আর কাল্পনিক বা অমূলক নেই। আসলেই গণতন্ত্রের ওপর হামলা শুরু হয়েছে।
আরও পড়ুনট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন০১ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাঠ নিয়ে শ্রাবণের আফসোস
আলোচনা-সমালোচনার মধ্যেও বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে কিংসের জয়ের নায়ক ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে। শুনেছেন সাখাওয়াত হোসেন জয়
সমকাল: দু’দিনের ফাইনালের অভিজ্ঞতাটা কেমন হলো?
শ্রাবণ: (হাসি) না, এটা খুব কঠিন ছিল। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি এক দিন ফাইনাল খেলব, জিতব এবং উদযাপন করব। কিন্তু প্রাকৃতিক কারণে খেলা অনেকক্ষণ বন্ধ ছিল। বাকি ১৫ মিনিট আরেক দিন। এটা একটা নতুন অভিজ্ঞতা। একই চাপ দু’বার নিতে হলো।
সমকাল: এই মাঠের সমস্যার কারণেই কি এমনটা হয়েছে?
শ্রাবণ: অবশ্যই। এত বড় একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা যে মাঠে, সেখানে ফ্লাডলাইট নেই। যদি ফ্লাডলাইটের সুবিধা থাকত, ওই দিনই খেলাটা শেষ করা যেত। আমার মনে হয়, দেশের ফুটবলের কিছু পরিবর্তন করা উচিত। বিশেষ করে আমরা যখন জাতীয় দলের হয়ে বিদেশে খেলতে যাই, তখন দেখি অন্যান্য দেশের মাঠ খুব গতিশীল। আমাদের দেশের মাঠগুলো আন্তর্জাতিক পর্যায়ের না। প্রায় সময়ই সমস্যা হয়। আমরা স্লো মাঠে খেলি। বিদেশে গতিশীল মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আমাদের লিগটা যদি আন্তর্জাতিক মানের মাঠে হতো।
সমকাল: পেনাল্টি শুটআউটের সময় কী পরিকল্পনা ছিল আপনার?
শ্রাবণ: আমি আগেও বলেছি যে অনুশীলনের সময় আগের ম্যাচের টাইব্রেকার নিয়ে কাজ করেছি। কে কোন দিকে মারে, সেগুলো ট্রেনিংয়ে দেখিয়ে দিয়েছেন কোচ। কোচের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করছি এবং সফল হয়েছি।
সমকাল: এমেকার শট ঠেকানোর পর মার্টিনেজের মতো উদযাপন করেছেন। এটি কি আগে থেকেই পরিকল্পনা ছিল?
শ্রাবণ: না, সেভ দেওয়ার পর মাথায় এলো। তাই এমি মার্টিনেজের মতো উদযাপন করেছি। বলতে পারেন, এটি কোনো পরিকল্পনা ছিল না। তৎক্ষণাৎ মাথায় এলো।
সমকাল: জাতীয় দল আর ক্লাব– দুটোর অভিজ্ঞতা যদি একটু বলতেন।
শ্রাবণ: ক্লাব আর জাতীয় দল– দুটো ভিন্ন বিষয়। ক্লাব হচ্ছে শুধু একটা ক্লাবকে প্রতিনিধিত্ব করা। আর জাতীয় দল তো পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। যারা ক্লাবে ভালো পারফরম্যান্স করে, তাদেরই জাতীয় দলে ডাকে। আর জাতীয় দলে ডাক পাওয়াটা একজন প্লেয়ারের সবচেয়ে বড় অর্জন।
সমকাল: আপনি একটি সেভ করেছেন। কিন্তু আবাহনীর মিতুল মারমা পারেননি। জাতীয় দলে বেস্ট ইলেভেনে থাকতে পারবেন?
শ্রাবণ: না না, ব্যাপারটা এমন না। ও (মিতুল) সেভ করতে পারেনি আর আমি পারছি– এটি কিন্তু বড় বিষয় না। ও কিন্তু সেমিফাইনালে সেভ করে দলকে ফাইনালে এনেছে। বরং অনুশীলনে কোচ যাঁকে ভালো মনে করেন, তাঁকেই শুরুর একাদশে রাখেন।
সমকাল: একজন গোলরক্ষক হিসেবে নিজেকে কোথায় দেখতে চান?
শ্রাবণ: আমি চাই দেশসেরা গোলরক্ষক হতে। আমার স্বপ্ন আছে, বিদেশে লিগে খেলব।