ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিনিয়োগ কার্যক্রমে দুই ক্যাটাগরির পদে তিনজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (অপারেশন)

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সহকারী মহাব্যবস্থাপক/ সহকারী পরিচালক অথবা উপমহাব্যবস্থাপক/উপপরিচালক বা সমমান পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ মোট ১৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

বেতন: মাসিক মোট বেতন ১,১০,৩৫৫ টাকা

সুযোগ-সুবিধা: প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী শিক্ষাসহায়ক ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মুঠোফোন বিল প্রাপ্য হবেন।

২.

পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, ফিল্ড)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএস/সমমানের ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএ-সিসি পাস আবশ্যক। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে কো-অর্ডিনেটর/অর্থ ও হিসাবরক্ষণ ম্যানেজার অথবা সমমান পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

বেতন: মাসিক মোট বেতন ৮৮,২৩০ টাকা

সুযোগ-সুবিধা: প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী শিক্ষাসহায়ক ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মুঠোফোন বিল প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, দুজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল ও মুঠোফোন নম্বর উল্লেখ করে দরখাস্তসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। এ–সংক্রান্ত ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা এর আগে আবেদন করেছেন, তাঁদের আবেদন বিবেচনাধীন বিধায় পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ি নং-৮৫২, সড়ক নম্বর-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনরুরাল পাওয়ার কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি০৭ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর ক জ কর র প র প য হব ন য গ যত সমম ন

এছাড়াও পড়ুন:

গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর অনলাইন নিবন্ধন কার্যক্রম পূর্বের ঘোষণা অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত হওয়ার কথা ছিল। ৮ ডিসেম্বর রাতে এক ঘোষণার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজকেরা। গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণের জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।

আয়োজকেরা জানান, গণিত উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন লিংক: https://matholympiad.org.bd

গণিত উৎসব অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম–দশম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ–দ্বাদশ শ্রেণি) ও সমমানের জন্য প্রযোজ্য।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

সম্পর্কিত নিবন্ধ

  • নিজেদের ভাষা বাঁচানোর লড়াই করা ম্রো শিশুরা ঢাকায় আসছে
  • বেরোবিতে বিআরইউডিএফের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব
  • মেসির দেখা পেতে কলকাতায় আসছেন শাহরুখ
  • ৪৪ নং সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
  • বিজয় দিবসে উপলক্ষে তিন দিনের নাট্যোৎসব আয়োজন করছে ডাকসু
  • গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত