বেসরকারি সংস্থায় একাধিক পদে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ১০ হাজার
Published: 8th, April 2025 GMT
ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিনিয়োগ কার্যক্রমে দুই ক্যাটাগরির পদে তিনজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (অপারেশন)পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সহকারী মহাব্যবস্থাপক/ সহকারী পরিচালক অথবা উপমহাব্যবস্থাপক/উপপরিচালক বা সমমান পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ মোট ১৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
বেতন: মাসিক মোট বেতন ১,১০,৩৫৫ টাকা
সুযোগ-সুবিধা: প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী শিক্ষাসহায়ক ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মুঠোফোন বিল প্রাপ্য হবেন।
২.পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, ফিল্ড)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএস/সমমানের ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএ-সিসি পাস আবশ্যক। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে কো-অর্ডিনেটর/অর্থ ও হিসাবরক্ষণ ম্যানেজার অথবা সমমান পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
বেতন: মাসিক মোট বেতন ৮৮,২৩০ টাকা
সুযোগ-সুবিধা: প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী শিক্ষাসহায়ক ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মুঠোফোন বিল প্রাপ্য হবেন।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, দুজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল ও মুঠোফোন নম্বর উল্লেখ করে দরখাস্তসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। এ–সংক্রান্ত ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা এর আগে আবেদন করেছেন, তাঁদের আবেদন বিবেচনাধীন বিধায় পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ি নং-৮৫২, সড়ক নম্বর-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনরুরাল পাওয়ার কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি০৭ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর ক জ কর র প র প য হব ন য গ যত সমম ন
এছাড়াও পড়ুন:
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।
সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য।
সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।
তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।
এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।