কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালুর ঘোষণা দিয়েছে মেটা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় নতুন এই অ্যাকাউন্ট চালু করা হবে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার তথ্যমতে, ১৬ বছরের কম বয়সীদের জন্য চালু হতে যাওয়া টিন অ্যাকাউন্টে অনুপযুক্ত কনটেন্ট এবং অচেনা ব্যক্তিদের বার্তা পাওয়ার ঝুঁকি কম থাকবে। অ্যাকাউন্টের বিল্ট-ইন নিরাপত্তাব্যবস্থা পরিবর্তন করতে চাইলে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। এর ফলে শুধু ফেসবুক ফ্রেন্ডের তালিকায় থাকা ব্যক্তিরা কিশোর কিশোরীদের স্টোরিতে প্রতিক্রিয়া বা মন্তব্য করার পাশাপাশি ট্যাগ ও মেনশন করতে পারবেন। এ ছাড়া শুধু ফলো করা অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তা দেখা যাবে।

আরও পড়ুনফেসবুক ও ইনস্টাগ্রামের অনলাইন তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করবেন যেভাবে০৬ এপ্রিল ২০২৫

মেটা জানিয়েছে, টিন অ্যাকাউন্টে দিনে এক ঘণ্টা ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের পর কিশোর-কিশোরীদের বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হবে। শুধু তা–ই নয়, রাতে কোয়ায়েট মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে কিশোর-কিশোরীদের অ্যাপ থেকে বিরতি নেওয়া নিশ্চিত হবে।

আরও পড়ুনফেসবুক প্রোফাইল ও পোস্টে গান যোগ করবেন যেভাবে১৪ মার্চ ২০২৫

২০২৩ সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একই ধরনের সুবিধা চালু করে মেটা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ কিশোর-কিশোরী টিন অ্যাকাউন্ট ব্যবহার করছে। ইনস্টাগ্রামের নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা অভিভাবকের অনুমতি ছাড়া লাইভ করতে পারে না।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনস ট গ র ম ফ সব ক ও ব যবহ র

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীতে সালিস বৈঠকে অংশ নিলে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি

পটুয়াখালীতে স্থানীয় পর্যায়ে সালিস বৈঠকে অংশ নিলে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাতে ওই বিজ্ঞপ্তির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কিছু নেতা-কর্মী সালিস বৈঠকে অংশ নিয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী ব্যক্তিরা এ বিষয়ে ফেসবুকে নানা মন্তব্য তুলে ধরে ক্ষোভ জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দলীয় শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি এই বিজ্ঞপ্তি দেয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন প্রথম আলোকে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। সংকটময় মুহূর্ত আসছে, তাই দলীয় নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় না জড়ান, তাই তাঁদের সতর্ক করা হয়েছে।’

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এই দলের প্রত্যেক কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মী স্থানীয় পর্যায়ে কোনো প্রকার সালিস, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট এবং মধ্যস্থতাকারী কার্যক্রমে অংশ নিতে পারবে না।

একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি এবং জনগণের পাশে থাকতে বলা হয়েছে। এ ছাড়া নেতা-কর্মীদের সদা হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণমুখী হতে বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ