কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালুর ঘোষণা দিয়েছে মেটা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় নতুন এই অ্যাকাউন্ট চালু করা হবে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার তথ্যমতে, ১৬ বছরের কম বয়সীদের জন্য চালু হতে যাওয়া টিন অ্যাকাউন্টে অনুপযুক্ত কনটেন্ট এবং অচেনা ব্যক্তিদের বার্তা পাওয়ার ঝুঁকি কম থাকবে। অ্যাকাউন্টের বিল্ট-ইন নিরাপত্তাব্যবস্থা পরিবর্তন করতে চাইলে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। এর ফলে শুধু ফেসবুক ফ্রেন্ডের তালিকায় থাকা ব্যক্তিরা কিশোর কিশোরীদের স্টোরিতে প্রতিক্রিয়া বা মন্তব্য করার পাশাপাশি ট্যাগ ও মেনশন করতে পারবেন। এ ছাড়া শুধু ফলো করা অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তা দেখা যাবে।

আরও পড়ুনফেসবুক ও ইনস্টাগ্রামের অনলাইন তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করবেন যেভাবে০৬ এপ্রিল ২০২৫

মেটা জানিয়েছে, টিন অ্যাকাউন্টে দিনে এক ঘণ্টা ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের পর কিশোর-কিশোরীদের বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হবে। শুধু তা–ই নয়, রাতে কোয়ায়েট মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে কিশোর-কিশোরীদের অ্যাপ থেকে বিরতি নেওয়া নিশ্চিত হবে।

আরও পড়ুনফেসবুক প্রোফাইল ও পোস্টে গান যোগ করবেন যেভাবে১৪ মার্চ ২০২৫

২০২৩ সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একই ধরনের সুবিধা চালু করে মেটা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ কিশোর-কিশোরী টিন অ্যাকাউন্ট ব্যবহার করছে। ইনস্টাগ্রামের নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা অভিভাবকের অনুমতি ছাড়া লাইভ করতে পারে না।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনস ট গ র ম ফ সব ক ও ব যবহ র

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ