আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
Published: 9th, April 2025 GMT
সুপার লিগ নিশ্চিত হয়েছে আগেই। এখন কেবল এগিয়ে যাওয়ার পালা। সমান গুরুত্বের প্রতিটি ম্যাচের পয়েন্ট এখন বাড়তি পাওয়া। সেজন্য আরো সিরিয়াস আবাহনী লিমিটেড।
তাইতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষেও নিজেদের সেরা খেলাটা খেলল আবাহনী। বিকেএসপিতে প্রাইম ব্যাংককে তারা হারিয়েছে ১৩৩ রানের বিশাল ব্যবধানে।
আগে ব্যাটিংয়ে নেমে আবাহনী লিমিটেড ৯ উইকেটে ২৯০ রান করে। জবাবে প্রাইম ব্যাংকের ইনিংস খেমে যায় ১৫৭ রানে।
আরো পড়ুন:
মাঠে ফিরেই নির্বাচকদের দিকে নাসিরের আঙুল
অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রণী ব্যাংককে জেতালেন তাইবুর
আবাহনীর এই ম্যাচেরও নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। গত ম্যাচে ৪ উইকেট নিয়ে আবাহনীকে জিতিয়েছিলেন তিনি। এবার অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন। প্রথমে ব্যাট হাতে ৪২ বলে ২ ছক্কায় ৩৭ রান করেন। পরবর্তীতে বল হাতে ২৯ রানে নেন ৩ উইকেট।
তাতে আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায় অতি সহজে। দশ ম্যাচে এটি আবাহনীর নবম জয়। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছেন শীর্ষে। লিগের রাউন্ড রবিন লিগের শেষ রাউন্ডের খেলায় আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান। এর আগে দারুণ জয়ে মোসাদ্দেক, শান্তরা নিজেদের ঝালিয়ে নিলেন।
প্রাইম ব্যাংকের এটি দশ ম্যাচে পঞ্চম হার। শেষ রাউন্ডের ম্যাচে তারা জিততে না পারলে সুপার লিগে উঠা কঠিন হয়ে যাবে।
আবাহনীর জয়ের দিনে রান পেয়েছেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইমন ৭১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৯ রান করেন। এই ইনিংস খেলে রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ১০ ইনিংসে তার রান ৫৫৩। সমান ইনিংসে ৫৮২ রান নিয়ে শীর্ষে নাঈম শেখ। ফিফটির স্বাদ পেয়েছেন অধিনায়ক নাজমুলও। ৭০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে।
এছাড়া মুমিনুল ১৭, মিথুন ১৫ রান করেন। শেষ দিকে মোসাদ্দেকের ৩৭, রাকিবুলের ১৪, রিপনের ১৭ রানে আবাহনীর রান তিনশর কাছাকাছি পৌঁছায়।
বল হাতে পেসার হাসান মাহমুদ ৩৭ রানে ৪ উইকেট নেন। স্পিনার নাঈম আহমেদ ৪৮ রানে পান ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় নাঈম শেখ বেশ ভালো শুরু পান। ৭৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন। টপ ও মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরা কেউই পারেননি দলের হাল ধরতে। সাব্বির হোসেন ৩, শাহাদাত দিপু ৪, রিপন ২, জাকির শূন্যরানে আউট হন। শামীম হোসেন ২৬ বলে ৪০ রান করেছিলেন ৩ চার ও ৪ ছক্কায়। কিন্তু তার চেষ্টা বৃথা যায় বাকিদের ব্যর্থতায়।
মোসাদ্দেকের ৩ উইকেট বাদে ২ উইকেট পেয়েছেন স্পিনার রাকিবুল। ১টি করে উইকেট পান নাহিদ, মেহরব, জিসান ও মাহফুজ রাব্বী।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।
আয়োজনের পোস্টার