ছয় বছর পর আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে হচ্ছে দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস)। ইসলামাবাদ, লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠেয় গেমসে ২৮টি ডিসিপ্লিন থাকছে, যা এসএ গেমসের জন্য রেকর্ডই। রোইং, বিলিয়ার্ড ও স্নুকার এবং ট্রায়াথলন বাদে আপাতত এর ২৫টিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ( বিওএ)।

ট্রায়াথলনের ফেডারেশন নেই বাংলাদেশ। বাকি দুটির ফেডারেশন থাকলেও কার্যক্রম কম। তবে পর্যাপ্ত বাজেট পেলে এই দুটি ডিসিপ্লিনও পরে বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে বিওএ সূত্র।

২৫টির মধ্যে ব্যক্তিগত ইভেন্ট আছে ১৭টি ডিসিপ্লিনে—অ্যাথলেটিকস, সাঁতার, আর্চারি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ান্দো, টেনিস, ভারোত্তোলন, কুস্তি ও উশু। এই ১৭টি ফেডারেশনের সঙ্গেই গতকাল সভা করেছে বিওএ। বাকি আটটি দলীয় খেলার ফেডারেশন ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল ও রাগবির সঙ্গে তারা বসবে ১৩ এপ্রিল।

গেমস নিয়ে আজ প্রথম সভা হয়েছে। ফেডারেশনগুলোর চাওয়া আমরা জানলাম। আমরা হোমওয়ার্ক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব ফেডারেশনগুলোকেব্রিগেডিয়ার জেনারেল (অব.

) এ বি এম শেফাউল কবীর

বিওএ ভবনে আয়োজিত আজকের সভায় ফেডারেশনগুলোর কাছে গেমস নিয়ে তাদের পরিকল্পনা ও চাহিদা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। অনেকে বিদেশে অনুশীলন করার সুযোগ চেয়েছে, চেয়েছে দেশে অনুশীলন ভেন্যু। বর্তমানে রাষ্ট্রীয় কাজে বেশ কিছু ভেন্যু ব্যবহৃত হচ্ছে। ফলে ভেন্যু নিয়ে দোলাচলে আছে কিছু ফেডারেশন। আবার কিছু ভেন্যু চেয়েছে একাধিক ফেডারেশন। অবশ্য একটা জায়গায় সব ফেডারেশনের চাওয়া একবিন্দুতে—সবাই চায় বিদেশি কোচ।

আরও পড়ুনক্রিকেটে ছয় দলই, সংখ্যায় ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা৩ ঘণ্টা আগে

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম যেমন সভা শেষে সাংবাদিকদের বলেছেন, ‘সপ্তাহ দুয়েক আগেই আমরা বিওএকে চিঠি দিয়ে স্প্রিন্ট ও জাম্পের জন্য দুজন কোচ চেয়েছি। যুক্তরাষ্ট্র বা জার্মান কোচ চাই আমরা। সেটা সম্ভব না হলে চীনা কোচ চেয়েছি।’

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন, তাঁদের প্রথম চাওয়াই হলো ভালো একজন বিদেশি কোচ। নেদারল্যান্ডস ও মিসরের দুজন কোচের সঙ্গে কথা চলছে। বিওএ না দিলে ফেডারেশন নিজেরাই কোচ আনবে। আর্চারি ফেডারেশনের নবাগত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ কম্পাউন্ড ইভেন্টের জন্য বিদেশি কোচ চেয়েছেন। ইভেন্টটি আগামী অলিম্পিক গেমসেও যোগ হয়েছে।
ফেডারেশনগুলোর চাওয়া নিয়ে ২৩ এপ্রিল আলোচনায় বসবে বিওএর নির্বাহী কমিটি।

বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর বলেছেন, ‘এসএ গেমসে আমরা ২৫টি ডিসিপ্লিনে অংশ নেব। গেমস নিয়ে আজ প্রথম সভা হয়েছে। ফেডারেশনগুলোর চাওয়া আমরা জানলাম। আমরা হোমওয়ার্ক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব ফেডারেশনগুলোকে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ড র শনগ ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ, আবেদন শেষ ২৩ আগস্ট

দেশপ্রেম, শৃঙ্খলা ও সাহসিকতার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ এসেছে আবারও। সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোরে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেবে সেনাবাহিনী। আগ্রহীরা আবেদন করতে পারবেন ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত।

এবার ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) ও ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি) কোরে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন ৫৭ কেজি এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি ও ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে। বিবাহিত ও অবিবাহিত—উভয়েই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে৩১ জুলাই ২০২৫

আবেদনকারীদের অনলাইনে সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা টেলিটক, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ কিংবা ভিসা/মাস্টারকার্ডের মাধ্যমে জমা দিতে হবে।

একনজরে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

কোরের নাম: সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোর

পদের নাম: ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) এবং ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি)

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি ও নারী ৫ ফুট ১ ইঞ্চি

ওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজি

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

বুক: পুরুষের ৩০ (স্বাভাবিক)-৩২ ইঞ্চি (প্রসারণ), নারীর ২৮ (স্বাভাবিক)-৩০ ইঞ্চি(প্রসারণ)

বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুণ:

সম্পর্কিত নিবন্ধ