দুই দিনব্যাপী আইইউবি থিয়েটারের বৈশাখী নাট্যোৎসব
Published: 11th, April 2025 GMT
বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনের নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। এতে অংশ নেবে চারটি নাটকের দল। আগামী ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।
উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ১১টায় থাকছে ‘তাসের দেশ’। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যনাট্যটি মঞ্চে আনছে আইইউবি থিয়েটার। নির্দেশনায় শামীম সাগর। বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ।
১৪ এপ্রিল বেলা ১টায় মঞ্চায়ন হবে তীরন্দাজের ‘কণ্ঠনালিতে সূর্য’। একজন আগন্তুকের কণ্ঠনালিতে বহুকাল ধরে সূর্য আটকে আছে। সে এটা বের করতে চায় অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চায়। একপর্যায়ে এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। উৎসব শেষ হবে বটতলা থিয়েটারের ‘খনা’ দিয়ে। রচনা সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনায় মোহাম্মদ আলী হায়দার।
ইতিহাসে হারিয়ে যাওয়া এক নারীর কণ্ঠস্বর, যিনি আগাম বলে দিতে পারতেন ভবিষ্যৎ অথচ নিজের ভাগ্যটাই তিনি বলতে পারেননি। এমন গল্পেই তৈরি হয়েছে খনা।
উৎসব প্রসঙ্গে আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন বলেন, ‘বৈশাখ নিয়ে আসে সৃষ্টির আনন্দ। তাই নববর্ষের উৎসবে নাট্যশিল্পের আবহ ছড়িয়ে দিতে আইইউবি থিয়েটার আয়োজন করছে দুই দিনব্যাপী এই নাট্যোৎসব।’
উৎসবে নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন টক
এছাড়াও পড়ুন:
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো জাবির জাতীয় বিতর্ক উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে‘চির উন্নত মম শির’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৫। গত ২৭ নভেম্বর শুরু হওয়া এই উৎসবে সারা দেশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। উৎসবের সমাপনী দিনে শুক্রবার (১২ ডিসেম্বর) চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, যুক্তিবাদী ও মননশীল মানুষ গড়ে তোলার লক্ষ্যে এবারের উৎসবটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৭ নভেম্বর ১৪তম আন্তঃকলেজ, ২৮ নভেম্বর ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় এবং ১১ ডিসেম্বর ১৪তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
জাবিতে একাডেমিক নিপীড়ন প্রতিরোধে নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু
জাবির ৪৫তম ব্যাচের রাজা আকাশ, রানি ফারিন
প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
আন্তঃকলেজ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং রানার আপ হয়েছে সেন্ট জোসেফ কলেজ। পাশাপাশি আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং রানার আপ হয়েছে সেন্ট গ্রেগরী স্কুল।
জাতীয় বিতর্ক উৎসব ২০২৫-এর স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি, কলেজ পর্যায়ে আল লুবান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাদমান কৌশিক। উৎসবের মূল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেইউডিও’র সভাপতি মির্জা সাকি।
ঢাকা/হাবীব/জান্নাত