ভারতে ন্যাশনাল হেরাল্ডের বিপুল সম্পত্তির দখল নিতে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা নোটিশ জারি করে জানিয়েছে, সব মিলিয়ে ৬৬১ কোটি রুপির অস্থাবর সম্পত্তির দখল তারা নিতে চলেছে। দিল্লি ও লক্ষ্ণৌয়ে ন্যাশনাল হেরাল্ড ও অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (এজেএল) দপ্তর খালি করে দিতে বলা হয়েছে। মুম্বাইয়ের ভাড়াটেকে বলা হয়েছে, তারা যেন ভাড়ার টাকা ইডির কাছে জমা দেয়।

প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের (পিএমএলএ) অষ্টম অনুচ্ছেদের ৫(১) ধারায় ইডি গতকাল শুক্রবার এই ব্যবস্থা নিয়েছে বলে পিটিআই জানিয়েছে। ২০২৩ সালে এই অস্থাবর সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল। ইডি ওই সম্পত্তি দখল করা নিয়ে সংশ্লিষ্ট এলাকার সম্পত্তি নিবন্ধকদেরও নির্দেশ পাঠিয়েছে।

ন্যাশনাল হেরাল্ড খবরের কাগজ স্বাধীনতাসংগ্রামের সঙ্গে যুক্ত। জওহরলাল নেহরু ১৯৩৮ সালে এই কাগজ প্রতিষ্ঠা করেছিলেন। পত্রিকাটির প্রকাশক ছিল এজেএল, যার শেয়ারহোল্ডার ছিলেন ৫ হাজার স্বাধীনতাসংগ্রামী। ওই সংস্থা ইংরেজিতে ন্যাশনাল হেলারল্ড ছাড়া হিন্দিতে প্রকাশ করত নবজীবন ও উর্দুতে কৌমি আওয়াজ।

কংগ্রেস দল ২০০৮ সাল পর্যন্ত ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ছাপিয়েছে। কিন্তু ওই বছর আর্থিক কারণে তা বন্ধ করে দেওয়া হয়। ২০১৬ সালে তা ডিজিটাল সংস্করণে ছাপা শুরু হয়।

ন্যাশনাল হেরাল্ড মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, গান্ধী পরিবার কংগ্রেস দলের তহবিল ব্যবহার করে এজেএলের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করেছে। ২০০৮ সালে কাগজটি বন্ধ হওয়ার সময় এজেএলের ঋণ ছিল ৯০ কোটি রুপি। এই দেনার প্রায় পুরোটাই ছিল কংগ্রেসের কাছ থেকে নেওয়া ঋণ।

সেই সময় ইয়ং ইন্ডিয়ান নামে এক সংস্থা এজেএল অধিগ্রহণ করে মাত্র ৫০ লাখ টাকায়। ইয়ং ইন্ডিয়ান সংস্থার ৩৮ শতাংশ করে শেয়ার ছিল সোনিয়া ও রাহুল গান্ধীর। বাকি ২৪ শতাংশ ছিল তৎকালীন কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সুমন দুবে ও স্যাম পিত্রোদার। ওই অধিগ্রহণের ফলে এজেএলের ৯০ কোটির দেনাসহ সব সম্পত্তির মালিক হয় ইয়ং ইন্ডিয়ান। এরপরই কংগ্রেস জানায়, ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া ৯০ কোটির ঋণ মওকুফ করে দেওয়া হচ্ছে। যেহেতু তা ফেরত পাওয়ার অন্য কোনো উপায় নেই।

সুব্রক্ষ্মণ্যম স্বামীর অভিযোগ, রাজনৈতিক দল বলে কংগ্রেসকে আয়কর দিতে হয় না। কোনো বাণিজ্যিক সংস্থাকে কংগ্রেস এভাবে টাকাও দিতে পারে না। তাঁর দাবি, দিল্লি, মুম্বাই, পাটনা, লক্ষ্ণৌ, ভোপাল, ইন্দোরসহ বিভিন্ন শহরে ন্যাশনাল হেরাল্ডের স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ হাজার কোটি টাকা। তার কিছুটা বিক্রি করেই ইয়ং ইন্ডিয়ান কংগ্রেসের ঋণ মেটাতে পারত। কিন্তু তা না করায় দলের আয়করমুক্ত অর্থ ঘুরপথে চলে গেল গান্ধী পরিবার ও কংগ্রেসের কাছে।

স্বামী ২০১২ সালে সোনিয়া, রাহুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৪ সালের জুনে আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন। সেই মামলায় সোনিয়া ও রাহুল জামিনে রয়েছেন। মালিকানা হস্তান্তরে বেআইনি লেনদেন হয়েছিল কি না, ইডি সেই তদন্তই করছে। এবার শুরু হলো সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ড য় ন

এছাড়াও পড়ুন:

‘হুক্কা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জাগপা

আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে ‘হুক্কা’ প্রতীকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) নিবন্ধন ফিরে দিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (২ নভেম্বর) ইসি সচিব সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরো পড়ুন:

চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১

জকসুতে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়া করেছে প্রশাসন: ছাত্রদল

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

শর্ত প্রাতপালন না করায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তৎকালীন নির্বাচন কমিশন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।

নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন দেওয়ার আদেশ দেয় আদালত।

জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউল আলম প্রধান মারা যান ২০১৭ সালের ২১ মে। এরপর ২০১৮ সালের ২২ অক্টোবর মারা যান দলটির সভানেত্রী রেহানা প্রধান। পরে তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।

রবিবার ইসির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আরপিও অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টি নামে দলকে ২০০৮ সালের ২০ নভেম্বর ইসি (নিবন্ধন নম্বর-০৩৬, প্রতীক ‘হুক্কা’) নিবন্ধন দেয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম সংশোধন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ নামে সংশোধিত সার্টিফিকেট দেওয়া হয়।

ইসি ২০২১ সালের ২৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করে। পরে বিষয়টি নিয়ে দায়ের করা হয় রিট পিটিশন (নম্বর-৭৭৭৬/২০২১)। এই মামলায় হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ১৯ মার্চ রায় রায়ে ইসির ২০২১ সালের প্রজ্ঞাপনটি একপেশে ঘোষণা করে।

হাইকোর্টের ওই রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০২১ সালের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করেছে এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন ‘হুক্কা’ দলীয় প্রতীকসহ পুনর্বহাল করেছে।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘হুক্কা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জাগপা
  • একসময় ছিলেন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা, এখন ক্লাব খুঁজে বেড়াচ্ছেন