২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ী নায়কদের একজন নাহুয়েল মলিনা। সম্প্রতি আর্জেন্টিনাতে এই খেলোয়াড়ের শ্বশুরবাড়িতে নেমে এসেছিল ভয়াবহ এক বিপর্যয়। যে বিপর্যয়ে রীতিমতো জীবন নিয়ে সংশয়ে পড়েছিলেন মলিনার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের লানুসে মলিনার শ্বশুর ক্লাউদিও অকিউজ্জির বাড়িতে হামলা করে আটজন মুখোশধারী সন্ত্রাসী।

হামলাকারীরা ঘরের ভেতর প্রবেশ করে ক্লাউদিওর মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে। পরবর্তী সময় স্থানীয় পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় সন্ত্রাসীরা। ঘটনার পর বিস্তারিত বিবরণ সাংবাদিকদের জানিয়েছেন আতলেতিকো মাদ্রিদ রাইটব্যাক মলিনার শ্বশুর ক্লাউদিও।

আরও পড়ুনদুর্বৃত্তদের হুমকির এক বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন দি মারিয়া৩০ মে ২০২৫

ক্লাউদিওর ভাষায়, ‘আমরা বসার ঘরে বসে টিভি দেখছিলাম, হঠাৎ খাবারঘরের জানালার বাইরে শব্দ শুনতে পাই। এরপর আমি এগিয়ে যাই। কালো পোশাক পরা এক অপরাধী ঘরে ঢুকে আমার মাথায় বন্দুক ঠেকায়। এরপর আরও তিনজন আমার সঙ্গে ঘরে ঢুকে পড়ে। তারা আমাকে শোবার ঘরে নিয়ে যায়, নির্যাতন শুরু করে। মাথায় বন্দুক ঠেকিয়ে তারা আমাকে মারধর করে এবং টাকা কোথায় রেখেছি, সেটা বলার জন্য জোর করতে থাকে।’

এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় সন্ত্রাসীরা। ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে ক্লাউদিও বলেন, ‘যখন তারা খাবারঘরের দরজা পার হলো, তখনই পুলিশের দিকে গুলি ছোড়া শুরু করল। ১০ থেকে ১৫টির বেশি গুলির শব্দ শুনেছি। একজন বাইরে পালায়, বাকি তিনজন আবার ঘরে ফিরে আসে। সেটাই ছিল সবচেয়ে ভয়ের মুহূর্ত। আমি সত্যিই ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে। হয়তো ওরা ভেবেছিল আমি পুলিশকে খবর দিয়েছি।’

ক্লাউদিও আরও বলেন, ‘ওরা পেছনের দরজা দিয়ে পালাতে চাচ্ছিল, তাই আমি তাদের সঙ্গে গিয়ে গেট খোলার চেষ্টা করি, যেটাতে তালা লাগানো ছিল। আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে তালাটা খুলতেই পারছিলাম না। ওরা বারবার আমার মাথায় রিভলবার ঠেকাচ্ছিল এবং ট্রিগার টানছিল।’

আরও পড়ুনপ্রতি গোলে ১০০টি করে গাছ লাগায় ব্রাজিলের এই ক্লাব৩ ঘণ্টা আগে

এই ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের ধাওয়া করে বুয়েনস এইরেসের পুলিশ। আটজন হামলাকারীর মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি পাঁচজন পালিয়ে যায়। উদ্ধার করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র ও চুরির সরঞ্জাম। পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে বলে জানিয়েছে মার্কা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন বন দ ক

এছাড়াও পড়ুন:

রেলস্টেশনে ঝুঁকি নিয়ে ভিডিও করছেন পড়শী, এরপর...

নিয়মিত নন, শখের অভিনেত্রী পড়শী। মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকেও মাঝেমধ্যে তাঁকে দেখা যায়। কিছুটা বিরতি দিয়ে এবার তাঁকে ব্লগার চরিত্রে দেখা যাবে—জীবনের ঝুঁকি নিয়েও যে ভাইরাল হতে চায়। ‘মন প্রিয়া’ নামের রোমান্টিক নাটকটিতে তাঁর সহশিল্পী ফারহান আহমেদ জোভান। ‘মন প্রিয়া’ পরিচালনা করেছেন মহিদুল মহিম।

এই পরিচালকেরই ‘লাভ স্টেশন’ নাটকে জোভান–পড়শীকে প্রথম একসঙ্গে দেখা যায়। দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় এই জুটিকে নিয়ে পরে নির্মিত হয় ‘ভালোবাসার তিন দিন’, ‘মনজুড়ে’, ‘পারব না তোকে ছাড়তে’সহ একাধিক নাটক। এর মধ্যে কয়েকটি নাটকের ভিউ দুই কোটি ছাড়িয়েছে।

‘মন প্রিয়া’ নাটকের দৃশ্যে জোভান ও পড়শী। নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপের আরও এক ম্যাচ বৃষ্টির পেটে
  • এবার বিপিএলে রেভেনিউ শেয়ারিং মডেল, ১৭ নভেম্বর ড্রাফট
  • নতুন বউ ঘরে রেখে মাঠে নেমেই সামির ৫ উইকেট
  • বাসে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেপ্তার চালক কারাগারে
  • ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সঙ্গে এক ফ্রেমে মাহি!
  • ক্লাস না করে সরকারি কলেজশিক্ষকদের কর্মবিরতি
  • গাজীপুরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • সায়েন্স ল্যাবের ব্লকেড কর্মসূচি তুলে নিলো ছাত্ররা
  • বাসে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক আটক
  • রেলস্টেশনে ঝুঁকি নিয়ে ভিডিও করছেন পড়শী, এরপর...