গাইবান্ধায় আলোকচিত্রশিল্পী কুদ্দুস আলমের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’ শুরু হয়েছে। গতকাল শনিবার পৌর পার্কের বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এর উদ্বোধন করেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত শহিদুল আলম। এতে নদীজীবী ও চরাঞ্চলের মানুষের যাপিত জীবনের দেড় শতাধিক ছবি স্থান পেয়েছে। 
সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা এ প্রদর্শনীর আয়োজন করে। সংগঠনের উপদেষ্টা মো.

আবুল হোসেন মৃধার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য মোস্তফা সবুজ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় উদীচী শিল্পীগোষ্ঠী ও সাঁওতালদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রদর্শনীর উদ্বোধন করে শহিদুল আলম বলেন, আলোকচিত্রও কবিতার মতো। আলোকচিত্রীরা এক প্রকারের গল্পকার। তাঁরা এর মাধ্যমে সমাজের গল্প তুলে ধরেন। আলোকচিত্রীকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়। জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে আলোকচিত্রীরা অসামান্য সাহসী ভূমিকা পালন করেছেন। তাদের কারণে আন্দোলন অনেক দূর এগিয়ে গেছে। কুদ্দুস আলমের ছবি সময়ের সাক্ষী।
প্রদর্শনী উপলক্ষে শিক্ষার্থীদের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রদর্শনীর উদ্বোধক শহিদুল আলম। প্রদর্শনীতে কুদ্দুস আলমের তোলা নদীজীবী ও চরাঞ্চলের মানুষের যাপিত জীবনের দেড় শতাধিক ছবি স্থান পেয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ