অবিশ্বাস্য রিতু, ধ্রুপদী জয় বাংলাদেশের
Published: 13th, April 2025 GMT
বড় রান তাড়া করে জয়ের রেকর্ড খুব কমই আছে বাংলাদেশের। বিশেষ করে বৈশ্বিক ক্রিকেটে। দ্বিপক্ষীয় সিরিজে দুয়েকবার চমকে দিলেও বড় মঞ্চে তালগোল পাকিয়ে ফেলেন নারী ক্রিকেটাররা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ড ২৩৫ রানের পুঁজি পেলে বাংলাদেশ শিবিরে উৎকণ্ঠা তৈরি হয়েছিল নিশ্চিতভাবেই।
জবাব দিতে নেমে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে সব আশা শেষ হয়ে যাওয়ার কথাও ছিল। বাংলাদেশের পক্ষে বাজি ধরার কাউকে খুঁজে পাওয়ার কথা নয়। ঠিক সেখান থেকে অবিশ্বাস্য এক রূপকথা লিখলেন রিতু মনি। দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েছেন রিতু। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ উড়াল বিজয়ের পতাকা।
৮ বল হাতে রেখে ২ উইকেটের ধ্রুপদী জয় পেল বাংলাদেশ। ৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের ইনিংস সাজিয়ে বাংলাদেশকে হাসিয়েছেন রিতু মনি।
আরো পড়ুন:
সল্ট-কোহলি-পাড়িক্কলের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
সুপার লিগে উঠল যারা
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক
এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।
আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।