অবিশ্বাস্য রিতু, ধ্রুপদী জয় বাংলাদেশের
Published: 13th, April 2025 GMT
বড় রান তাড়া করে জয়ের রেকর্ড খুব কমই আছে বাংলাদেশের। বিশেষ করে বৈশ্বিক ক্রিকেটে। দ্বিপক্ষীয় সিরিজে দুয়েকবার চমকে দিলেও বড় মঞ্চে তালগোল পাকিয়ে ফেলেন নারী ক্রিকেটাররা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ড ২৩৫ রানের পুঁজি পেলে বাংলাদেশ শিবিরে উৎকণ্ঠা তৈরি হয়েছিল নিশ্চিতভাবেই।
জবাব দিতে নেমে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে সব আশা শেষ হয়ে যাওয়ার কথাও ছিল। বাংলাদেশের পক্ষে বাজি ধরার কাউকে খুঁজে পাওয়ার কথা নয়। ঠিক সেখান থেকে অবিশ্বাস্য এক রূপকথা লিখলেন রিতু মনি। দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েছেন রিতু। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ উড়াল বিজয়ের পতাকা।
৮ বল হাতে রেখে ২ উইকেটের ধ্রুপদী জয় পেল বাংলাদেশ। ৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের ইনিংস সাজিয়ে বাংলাদেশকে হাসিয়েছেন রিতু মনি।
আরো পড়ুন:
সল্ট-কোহলি-পাড়িক্কলের ব্যাটে বেঙ্গালুরুর বড় জয়
সুপার লিগে উঠল যারা
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা