Samakal:
2025-07-31@06:29:00 GMT

এক বিস্ময়কর অধ্যায়

Published: 17th, April 2025 GMT

এক বিস্ময়কর অধ্যায়

১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমার মধ্য দিয়ে যে কিশোরীটি রূপালি পর্দায় পা রাখলেন, সময়ের আবর্তনে তিনি হয়ে উঠলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। একজন সময়ের সাক্ষী, সংগ্রামী শিল্পী তিনি কবরী। যাঁর আসল নাম মিনা পাল। কোন বিশেষণে বিশেষায়িত করলে কবরীকে আপন মহিমা, আভিজাত্য ও গৌরবে উপস্থাপন করা যায়? মিষ্টি মেয়ে, স্বপ্ননায়িকা, কিংবদন্তি যেভাবেই ডাকা হোক না কেন, একজন পরিপূর্ণ কবরী অনিঃশেষ অখণ্ডতায় আবিষ্কার করা সহজ নয়। বাংলা চলচ্চিত্রের গৌরবময় ইতিহাসের স্বর্ণালি অধ্যায় অনেক অভিনেতা-অভিনেত্রীর আগমনে উজ্জ্বল হয়েছে। অনেকের ভিড়ের মধ্যে কবরী ছিলেন একেবারেই স্বতন্ত্র। 

কিশোরী বয়সেই তিনি হয়ে উঠেছিলেন হাজারো দর্শকের ভালোবাসার পাতায় পাতায় এক প্রিয় নাম– ‘মিষ্টি মেয়ে’ কবরী। অভিনয়, সৌন্দর্য, সততা, নিষ্ঠা আর একাগ্রতার পরিপূর্ণ প্যাকেজ ছিলেন কবরী। তাঁর চাহনি, কটাক্ষ, হাসি, অভিনয় প্রতিভায় মগ্ন হয়েছিলেন আবালবৃদ্ধবনিতা। তাঁর ভুবন ভোলানো হাসি আর হৃদয়ছোঁয়া অভিনয়ে মুগ্ধ সব বয়সী দর্শক। তাইতো তিনি ছিলেন তাঁর সময়ে রূপালি পর্দায় অপরিহার্য একজন। সে সময়ে একটি কথা প্রচলিত ছিল– ‘কবরী হাসলেও লাখ টাকা, কাঁদলেও লাখ টাকা। অর্থাৎ তাঁর অভিনয় এতটাই নিখুঁত যে, তিনি বাংলার সব শ্রেণির দর্শকের কাছে পাশের বাড়ির সেই মেয়েটি হয়ে উঠতে পেরেছিলেন।

পাশের বাড়ির মেয়েটির সুখ-দুঃখ যে কারও মনে রেখাপাত করতে পারে, যে কারণে তাঁর হাসি বা কান্না দুয়েরই অর্থমূল্য ছিল। নির্মাতারা ছবিতে তাঁকে অন্তর্ভুক্ত করে নিশ্চিত থাকতে পারতেন। তাইতো বলা যায় কবরী হয়ে উঠেছিলেন শাশ্বত বাঙালি নারীর এক মূর্ত প্রতীক, যাঁর চোখ, মুখ, চুলের ছাঁট ছিল আবহমান নারী সৌন্দর্যের প্রতীক। 

বাংলা সিনেমার ইতিহাসে কবরীর আবির্ভাব যেন নতুন একটি যুগের শুরু। ষাটের দশকের মাঝামাঝি যখন বাংলা সিনেমা আস্তে আস্তে শিল্পমানে উন্নত হতে শুরু করেছে, কবরী এসেই যেন সেই গতি বাড়িয়ে দিলেন। তাঁর নিষ্পাপ হাসি, সহজ অভিনয় আর আত্মিক সংলাপ প্রতিভা দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছিল।

তিনি যে কেবল সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করতেন তা নয়; বরং তাঁর অভিনয়ের গভীরতা, চরিত্রের সঙ্গে একাত্মতা এবং নিপুণ সংবেদনশীলতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।

তাঁর অভিনীত ‘সুতরাং’, ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘অবাক পৃথিবী’, ‘বাহানা’, ‘ধীরে বহে মেঘনা’, ‘স্মৃতিটুকু থাক’, কিংবা ‘সারেং বউ’ প্রতিটিই যেন একেকটি কালজয়ী চিত্ররূপ। একজন কবরীকে বুঝতে গেলে শুধু চলচ্চিত্র দিয়ে বিচার করা যায় না। তাঁকে বুঝতে হয় তাঁর সামাজিক ও রাজনৈতিক সচেতনতা, সাংস্কৃতিক দায়বদ্ধতা দিয়ে। কবরী ছিলেন সেই বিরল শিল্পীদের একজন, যিনি নিজেকে শুধু নায়িকা হিসেবে ভাবেননি; বরং দেশের জন্য, সমাজ ও মানুষের জন্য কাজ করেছেন সবসময়। 

কবরী পর্দায় যেমন ছিলেন শক্তিশালী নারী চরিত্রের প্রতিভূ, তেমনি বাস্তব জীবনেও ছিলেন স্পষ্টবাদী, প্রতিবাদী এবং নিজের চিন্তায় অটুট।

যাঁর হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্রে নারীর আত্মমর্যাদা গড়ে উঠেছিল, যিনি সহজ অথচ অনবদ্য অভিনয়ে জীবন্ত করে তুলতেন প্রতিটি চরিত্র, যিনি পর্দায় ছিলেন প্রেয়সী, মা, সংগ্রামী, বোন কিংবা প্রতিবাদী নারী– তাঁর অনুপস্থিতি অনুভব করি প্রতিনিয়ত। আজ এ বরেণ্য অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী। নন্দনের পক্ষ থেকে তাঁর প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কবর চলচ চ ত র চলচ চ ত র পর দ য়

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু