চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫
Published: 17th, April 2025 GMT
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ব্যানার নিয়ে মিছিল বের করেন আট থেকে দশজন যুবক। দুপুরের পর ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো.
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, নগরের বহদ্দারহাট মোড়ে বৃহস্পতিবার সকালে একদল যুবলীগ কর্মী হঠাৎ মিছিল বের করে। পরে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণ এটির নেতৃত্ব দিচ্ছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: য বল গ য বল গ ন ত গ র প ত র য বল গ
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের লাল টুপি বনাম মামদানি সমর্থকদের নীল-হলুদ টুপি
ইতিহাস গড়লেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। শহরটির সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র হতে চলেছেন তিনি।
জয়ের ক্ষণটি নেচে-গেয়ে উল্লাস করে উদযাপন করছেন মামদানির সমর্থকেরা। মাথায় নীল-হলুদ রঙের টুপি পরে উৎসবে মেতেছেন তারা।
নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার মামদানির বিরুদ্ধে কথার তোপ দাগেন তিনি। ট্রাম্প বিভিন্ন সময় মাথায় লাল রঙের টুপি পরেন। তাতে লেখা থাকে, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’।
আরও পড়ুননিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি১ ঘণ্টা আগেএর বিপরীতে মামদানির সমর্থকেরা বেছে নিয়েছেন নীল ও হলুদ টুপি। বিবিসি বলছে, এটা আজ রাতে (স্থানীয় সময় মঙ্গলবার রাত) লাল টুপির বিরুদ্ধে নিউইয়র্কবাসীর নিজস্ব প্রতিক্রিয়ার ধরন।
মামদানির জয়ের খবরে তাঁর প্রচার শিবিরের সদর দপ্তরে জড়ো হওয়া সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। সেখানে বড় পর্দায় জয়ের খবর প্রচার করা হয়। সঙ্গে সঙ্গে নেচে-গেয়ে আনন্দ-উৎসবে মাতেন সবাই। ডিজে কেন্ড্রিক লামারের ‘নট লাইক আস’ গানের সঙ্গে নাচের সমর্থকেরা।
হলুদ ক্যাপ পরে জোহরান মামদানির সমর্থকদের উল্লাস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে, ৪ নভেম্বর ২০২৫