লালমনিরহাটে আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ, বাতিল চেয়ে বিক্ষোভ-সমাবেশ
Published: 17th, April 2025 GMT
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত কার্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
‘লালমনিরহাট সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক জয়নুল আবেদীন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির সদস্য ও লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মো.
সমাবেশে বক্তারা আদালত কার্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির করে নিয়োগ বাতিলের জন্য দাবি জানান। সমাবেশে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক জয়নুল আবেদীন বলেন, ‘৫ আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সবাই ভেবেছিলাম, আর কোনো নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন হবে না। কিন্তু আমরা এর বিপরীত চিত্র পেলাম লালমনিরহাট জেলা ও দায়রা জজ কার্যালয়ে কর্মচারী নিয়োগের বেলায়। সে জন্য আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। প্রতিবাদ কর্মসূচিতে আপনাদের বিপুল-সংখ্যক উপস্থিতি আমাদের সাহস জুগিয়েছে। আমরা এ ঘটনার গ্রহণযোগ্য প্রতিকার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ সামাজিক কর্মসূচি পালন করতে থাকব ইনশা আল্লাহ।’
বিক্ষোভ সমাবেশের পর একটি প্রতিবাদ মিছিল শহরের মিশন মোড় চত্বর থেকে বিজিবি ক্যানটিন মোড়, লালমনিরহাট শিশুপার্ক এলাকা, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সামনে দিয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
এর আগে ১৩ এপ্রিল দুপুরে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় একই সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত কার্যালয়ে তিনটি পদে মোট ২৪ জন কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়।
আরও পড়ুনলালমনিরহাটে আদালতে কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন১৩ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বজনপ র ত
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (সমন্বয়ক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আনসার উদ্দিন খান পাঠান ২০২২ সালের ২১ সেপ্টেম্বর অবসরে যান। সে সময় তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ছিলেন।