চুয়াডাঙ্গার আলমডাঙায় চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে সারারাত নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হারদি ইউনিয়নের হারদি গ্রামের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ওই যুবককে স্থানীয় ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করেন। যুবককে নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে স্থানীয়ভাবে ভাইরাল হয়। 
নির্যাতনের শিকার যুবকের নাম বজলু ফরাজী (৩৫)। তিনি উপজেলার কুমারী ইউনিয়নের ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে।  
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে হারদি গ্রামের খালপাড়ার কালু হোসেনের বাড়ি থেকে তাঁর স্ত্রীর ম্যাক্সি চুরি হয়। ওই কাপড় পরে বজলু ফরাজী বিভিন্ন বাড়ির জানালা দিয়ে উঁকি দেন। ওই দিন গভীর রাতে কালু প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে লক্ষ্য করেন, এক প্রতিবেশীর বসতবাড়ির জানালা দিয়ে ম্যাক্সি পরিহিত একজন উঁকি দিচ্ছে। এ সময় চোর সন্দেহে তিনি পেছন থেকে তাঁকে জাপটে ধরেন। তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বজলুকে আটক করে কালুর বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে বেঁধে সারারাত নির্যাতন করে। 
এ ঘটনায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মারধরের এক পর্যায়ে বজলুর পরিহিত ম্যাক্সিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আগুন লাগানোর চেষ্টা করছেন। এ সময় বজলু প্রাণ বাঁচাতে চিৎকার করছিলেন।  
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারদি ইউনিয়নের খালপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম সমকালকে বলেন, রাতের আঁধারে চুরি করতে এলে বজলু নামে একজনকে আটক করে এলাকাবাসী। তাঁকে ধরে অনেকে মারধর করেছে। সকাল ৬টার দিকে তিনি বিষয়টি জানতে পেরে ফাঁড়ির পুলিশকে খবর দিয়ে ওই যুবককে প্রশাসনের জিম্মায় তুলে দিয়েছেন। 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সমকালকে জানান, চুরি করতে 
গিয়ে জনতার হাতে আটক ও নির্যাতনের শিকার হওয়া যুবক বর্তমানে পুলিশের হেফাজতে 
রয়েছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ র র অভ য গ য বকক

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ