হামাগুড়ি দিয়েই কামলা খাটেন মধু মহালদার, পরিশ্রমের মূল্যায়ন না পাওয়ায় আক্ষেপ
Published: 19th, April 2025 GMT
দরিদ্র পরিবারে জন্মের এক বছর পর রোগে আক্রান্ত হন মধু মহালদার। ধীরে ধীরে শুকিয়ে যায় তাঁর দুই পায়ের মাংস। চিকিৎসার অভাবে একপর্যায়ে দুটি পা অকেজো হয়ে যায়, বরণ করেন স্থায়ী পঙ্গুত্ব। এর পর থেকে হামাগুড়ি দিয়েই জীবনের ৩৫ বছর কাটিয়ে দিয়েছেন তিনি।
মধু হালদারের (৩৫) বাড়ি নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামে। মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। দুই ছেলেমেয়ের পড়াশোনার খরচসহ সংসারের ভার পুরোটাই একা মধুর ঘাড়ে। তাই অসুস্থতাকে সঙ্গী করেই হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন মধু। তবে পরিশ্রমের সঠিক মূল্যায়ন পান না বলে দাবি তাঁর।
পরিবার সূত্রে জানা যায়, মধু মহালদার রোগে আক্রান্তের একই বছর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাঁর বাবা পেরমত মহালদার ও একমাত্র বড় বোন কবিতা মহালদার। এর পর থেকে মা কাজল রানি বহু কষ্টে তাঁকে লালনপালন করেন। তবে অর্থাভাবে মধুর উন্নত চিকিৎসা করাতে পারেননি। একটু বয়স হলেই অভাবের সংসারের হাল ধরতে কাজে নামতে হয় মধুকে। পড়াশোনা শেখার বয়সে তাঁকে শিখতে হয় চাষাবাদ। সেই থেকে অন্যের খেতখামারে কাজ করেই মাকে নিয়ে মধুর সংসার চলতে থাকে।
গরুকে খড় দিয়ে গোয়াল থেকে বের হচ্ছেন মধু মহালদার (৩৫)। শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার শোলপুরে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুল্ক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে বড় অনিশ্চয়তা থেকে রেহাই পেল বাংলাদেশ
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ আগস্ট সময়সীমার আগেই বাংলাদেশের ওপর ধার্য করা পাল্টা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাংলাদেশ বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছে।
তৃতীয় দফার আলোচনা শেষে ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ডিসি থেকে খলিলুর রহমান প্রথম আলোকে এ কথা বলেন।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও ছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই শুল্কহার ঘোষণা করা হয়। সর্বশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসেবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হলো।
আরও পড়ুন১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ ৬ ঘণ্টা আগেখলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ট্রাম্প প্রশাসন ১ আগস্ট সময়সীমার আগেই বাংলাদেশের ওপর ধার্য করা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমরা বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছি। ওই সময়সীমার মধ্যে শুল্কসংক্রান্ত জটিল আলোচনা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম। তা না হলে আমরা এ সিদ্ধান্তটি পেতাম না; এবং গত এপ্রিলে ধার্য করা ৩৫ শতাংশ শুল্কের গুরুভার আমাদের বহন করে যেতে হতো।’
আরও পড়ুনরপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা৪ ঘণ্টা আগেখলিলুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প ২০ শতাংশ শুল্ক ধার্য করেছেন, যা আমাদের প্রধান প্রতিযোগী দেশগুলোর সমান অথবা যত্সামান্য বেশি; এবং ভারতের থেকে ৫ শতাংশ কম। সুতরাং আমেরিকার বাজারে আমাদের রপ্তানি পণ্য প্রতিযোগিতামূলক থাকবে। তৈরি পোশাকশিল্প ও এর ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য এটি অত্যন্ত স্বস্তিকর ঘটনা।’
আরও পড়ুনএটা আমাদের পোশাক খাতের ওপর নির্ভরশীল লাখো মানুষের জন্য সুসংবাদ: খলিলুর রহমান২ ঘণ্টা আগে