গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের আশেপাশের খাল-বিলগুলো যেন বিষাক্ত পানির একেকটি কারখানা।
মাছ শুধু নয়, গোটা জলজ পরিবেশ আজ নিঃশ্বাস নিতে পারছে না। দূষণের মাত্রা এত ভয়াবহ যে, মনে হয় বিষ ঢাললেও এমন ক্ষতি হত না।
এই দূষিত পানি ব্যবহার করে জমিতে সেচ দিলে জমির মাটি বিষাক্ত হয়ে যায়। ফলে উৎপাদনও কমে গেছে। কৃষক হারিয়েছে স্বস্তি ও সুরক্ষা। খালের আশেপাশের বাড়িঘরে এক সময়কার মনমুগ্ধকর প্রকৃতির গন্ধ এখন পাল্টে গেছে, হয়ে গেছে দুর্গন্ধ। আর দমবন্ধ করা বাতাস তো আছেই।
মানুষ আর খালের পানিতে নামে না। শিশুদের খেলাধূলার স্মৃতিমাখা বর্ষার পানি আজ যেন শুধু গল্পের পাতা। এ অঞ্চলের বসতিদের শরীরে চুলকানি, চর্মরোগসহ নানা রোগের বিস্তারের সঙ্গে স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে।
আমরা গাজীপুর পরিবেশ অধিদপ্তরকে বারবার জানিয়েছি এ দুরবস্থার কথা। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ নীরবতা যেন এক ধরনের অপরাধের মৌন সম্মতি।
তবুও, আশার আলো নিভে যায়নি। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগে আবারও ফিরিয়ে আনা সম্ভব খাল-বিলের প্রাণ। জলজ কৃষি হতে পারে এই এলাকার ভবিষ্যৎ সম্পদ।
গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানায় থাকা এই অঞ্চল হতে পারে নতুন এক পর্যটন তীর্থস্থান; যেখানে দূষণ নয়, থাকবে জীবনের প্রাণবন্ততা।
আমরা চাই, নরুনের সেই ধূসর ক্যানভাসে আবারো ফিরে আসুক রঙের উচ্ছ্বাস। আমাদের সন্তানরা যেন দূষণমুক্ত জলে ঝাঁপিয়ে পড়তে পারে, শৈশবের উচ্ছ্বাসে মাতিয়ে তুলতে পারে পুরো নরুন—এটাই হোক আমাদের লক্ষ্য।
আপনার এক কণ্ঠেই শুরু হতে পারে পরিবর্তনের ধ্বনি। নরুন চায় মুক্তি। আপনিও হতে পারেন সেই নায়ক।
(লেখক: শিক্ষার্থী, শিক্ষাবর্ষ ২০২১-২২, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়)
ঢাকা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক