Risingbd:
2025-05-01@05:11:51 GMT

নরুনের খালবিল মুক্তি চায়

Published: 19th, April 2025 GMT

নরুনের খালবিল মুক্তি চায়

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের আশেপাশের খাল-বিলগুলো যেন বিষাক্ত পানির একেকটি কারখানা।

মাছ শুধু নয়, গোটা জলজ পরিবেশ আজ নিঃশ্বাস নিতে পারছে না। দূষণের মাত্রা এত ভয়াবহ যে, মনে হয় বিষ ঢাললেও এমন ক্ষতি হত না।

এই দূষিত পানি ব্যবহার করে জমিতে সেচ দিলে জমির মাটি বিষাক্ত হয়ে যায়। ফলে উৎপাদনও কমে গেছে। কৃষক হারিয়েছে স্বস্তি ও সুরক্ষা। খালের আশেপাশের বাড়িঘরে এক সময়কার মনমুগ্ধকর প্রকৃতির গন্ধ এখন পাল্টে গেছে, হয়ে গেছে দুর্গন্ধ। আর দমবন্ধ করা বাতাস তো আছেই।

মানুষ আর খালের পানিতে নামে না। শিশুদের খেলাধূলার স্মৃতিমাখা বর্ষার পানি আজ যেন শুধু গল্পের পাতা। এ অঞ্চলের বসতিদের শরীরে চুলকানি, চর্মরোগসহ নানা রোগের বিস্তারের সঙ্গে স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে।

আমরা গাজীপুর পরিবেশ অধিদপ্তরকে বারবার জানিয়েছি এ দুরবস্থার কথা। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ নীরবতা যেন এক ধরনের অপরাধের মৌন সম্মতি।

তবুও, আশার আলো নিভে যায়নি। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগে আবারও ফিরিয়ে আনা সম্ভব খাল-বিলের প্রাণ। জলজ কৃষি হতে পারে এই এলাকার ভবিষ্যৎ সম্পদ।

গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানায় থাকা এই অঞ্চল হতে পারে নতুন এক পর্যটন তীর্থস্থান; যেখানে দূষণ নয়, থাকবে জীবনের প্রাণবন্ততা।

আমরা চাই, নরুনের সেই ধূসর ক্যানভাসে আবারো ফিরে আসুক রঙের উচ্ছ্বাস। আমাদের সন্তানরা যেন দূষণমুক্ত জলে ঝাঁপিয়ে পড়তে পারে, শৈশবের উচ্ছ্বাসে মাতিয়ে তুলতে পারে পুরো নরুন—এটাই হোক আমাদের লক্ষ্য।

আপনার এক কণ্ঠেই শুরু হতে পারে পরিবর্তনের ধ্বনি। নরুন চায় মুক্তি। আপনিও হতে পারেন সেই নায়ক।

(লেখক: শিক্ষার্থী, শিক্ষাবর্ষ ২০২১-২২, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়)

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ