ছবি: সাজিদ হোসেন
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। এটি হবে জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করার পর তাঁর প্রশাসনে প্রথম বড় ধরনের পরিবর্তন।
সূত্র জানায়, সপ্তাহের শুরুতে ওয়াল্টজকে স্পষ্ট জানানো হয় যে জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্বে তাঁর সময় শেষ হয়েছে। জাতীয় নিরাপত্তা উপ-উপদেষ্টা অ্যালেক্স ওয়াং এবং আরও কয়েকজন উপদেষ্টা সম্ভাব্য বিদায়ের তালিকায় আছেন, যদিও তাঁদের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। যদিও এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
ওয়াল্টজের পদ শঙ্কায় পড়ে যায় তখন, যখন তিনি একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও তখন প্রেসিডেন্ট তাঁকে বরখাস্ত করেননি। তবে সেই ঘটনার পর থেকে ওয়াল্টজ তাঁর প্রভাব হারাতে থাকেন।
বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পার করেছেন এবং তিনি এখন আর ‘বিশৃঙ্খলার’ ছাপ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বলে জানা গেছে।
এদিকে ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি মন্তব্য করেছেন, ট্রাম্প প্রশাসন ভুল ব্যক্তিকে (ওয়াল্টজ) দায়ী করছে। তিনি মনে করেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল; কারণ, তিনিই ইয়েমেন হামলার পরিকল্পনা একটি গ্রুপ চ্যাটে শেয়ার করেছিলেন।