সন্ধ্যায় পাশে এসে বসলেন কোহলি, রাতে সামনে চলে গেলেন রোহিত
Published: 21st, April 2025 GMT
রানে ফেরাটা বড্ড দরকার ছিল রোহিত শর্মার। প্রথম ৬ ম্যাচে একবারও ২০ রান করতে না পারা এই ব্যাটসম্যানকে নিয়ে চারপাশে প্রশ্নও উঠতে শুরু করেছিল। তবে গতকাল রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্তভাবেই ফিরে এসেছেন ভারতের ‘হিটম্যান’। ওয়াংখেড়েতে চেন্নাইয়ের ১৭৬ রান তাড়া করতে নেমে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক।
রোহিতের ব্যাটে ম্যাচ জেতানো ইনিংস এসেছে এমন দিনে, যে দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিফটি করেছেন বিরাট কোহলিও। পাঞ্জাবের বিপক্ষে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে আইপিএলের একটি রেকর্ডে রোহিতের পাশে নাম লিখিয়েছিলেন কোহলি। কিন্তু কয়েক ঘণ্টা পরই চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জিতিয়ে রোহিত তাঁকে ছাড়িয়ে গেছেন।
পাশে বসা বা ছাড়িয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে ম্যান অব দ্য ম্যাচের ক্ষেত্রে। পাঞ্জাবের বিপক্ষে ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কোহলি, যা আইপিএলে তাঁর ১৯তম। কোহলির আগে থেকেই আইপিএলে ১৯টি ম্যাচসেরার পুরস্কার ছিল রোহিতের, যা পেয়েছিলেন গত বছরই।
২আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন রোহিত শর্মারতবে ম্যান অব দ্য ম্যাচের সংখ্যায় কোহলি পাশে বসার কিছুক্ষণ পরই আরেকবার পুরস্কারটি হাতে তুলেছেন রোহিত। চেন্নাইয়ের বিপক্ষে ৬ ছক্কা ৪ চারে ৪৫ বলে ৭৬ রানের ইনিংস তাঁকে ম্যাচসেরার স্বীকৃতি এনে দিয়েছে, আইপিএলে যা ২০তম। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের রেকর্ডটি তাই এককভাবে রোহিতেরই রইল।
একই দিনে ব্যাট হাতে ফিফটি করেছেন কোহলি–রোহিত দুজনই।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ক হল
এছাড়াও পড়ুন:
নাম ছিল আলিয়া, হয়ে গেলেন কিয়ারা
২ / ১০কিয়ারা আদভানি হিসেবে পরিচিত হলেও এটা তাঁর আসল নাম নয়। তাঁর আসল নাম আলিয়া আদভানি। কিন্তু আলিয়া ভাট নামে আরেকজন অভিনেত্রী আছেন, তাই নিজের নাম বদলে কিয়ারা হন আলিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে