রানে ফেরাটা বড্ড দরকার ছিল রোহিত শর্মার। প্রথম ৬ ম্যাচে একবারও ২০ রান করতে না পারা এই ব্যাটসম্যানকে নিয়ে চারপাশে প্রশ্নও উঠতে শুরু করেছিল। তবে গতকাল রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুর্দান্তভাবেই ফিরে এসেছেন ভারতের ‘হিটম্যান’। ওয়াংখেড়েতে চেন্নাইয়ের ১৭৬ রান তাড়া করতে নেমে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক।

রোহিতের ব্যাটে ম্যাচ জেতানো ইনিংস এসেছে এমন দিনে, যে দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিফটি করেছেন বিরাট কোহলিও। পাঞ্জাবের বিপক্ষে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে আইপিএলের একটি রেকর্ডে রোহিতের পাশে নাম লিখিয়েছিলেন কোহলি। কিন্তু কয়েক ঘণ্টা পরই চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জিতিয়ে রোহিত তাঁকে ছাড়িয়ে গেছেন।

পাশে বসা বা ছাড়িয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে ম্যান অব দ্য ম্যাচের ক্ষেত্রে। পাঞ্জাবের বিপক্ষে ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কোহলি, যা আইপিএলে তাঁর ১৯তম। কোহলির আগে থেকেই আইপিএলে ১৯টি ম্যাচসেরার পুরস্কার ছিল রোহিতের, যা পেয়েছিলেন গত বছরই।

২আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন রোহিত শর্মার

তবে ম্যান অব দ্য ম্যাচের সংখ্যায় কোহলি পাশে বসার কিছুক্ষণ পরই আরেকবার পুরস্কারটি হাতে তুলেছেন রোহিত। চেন্নাইয়ের বিপক্ষে ৬ ছক্কা ৪ চারে ৪৫ বলে ৭৬ রানের ইনিংস তাঁকে ম্যাচসেরার স্বীকৃতি এনে দিয়েছে, আইপিএলে যা ২০তম। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের রেকর্ডটি তাই এককভাবে রোহিতেরই রইল।

একই দিনে ব্যাট হাতে ফিফটি করেছেন কোহলি–রোহিত দুজনই।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ক হল

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ