হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও দৃশ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে চুনারুঘাট থানার পুলিশ আজ মঙ্গলবার চারজনের বিরুদ্ধে এই মামলা নথিভুক্ত করেছে। তবে ঘটনার পাঁচ দিনেও অভিযুক্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এর আগে গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলার আবেদন করেন ভুক্তভোগী শিশুর বড় ভাই। আদালতের বিচারক মো.

মুমিনুল হাসান শুনানি শেষে চুনারুঘাট থানাকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার চুনারুঘাট উপজেলার সফিক মিয়া (৫০), বাপ্পি মিয়া (২০), মনির মিয়া (১৯) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মামলা হয়।

মামলার এজাহার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তিরা একই গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গ্রামের একটি চারা বাগানে ঘাস খেতে যাওয়া ছাগল আনতে যায় শিশুটি। সেখানে তাকে একা পেয়ে ঝাপটে ধরেন একই গ্রামের বাসিন্দা সফিক মিয়া (৫০)। তিনি শিশুটির পূর্বপরিচিত। এরপর একটি ঝোপের আড়ালে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পাশাপাশি শিশুটিকে বিবস্ত্র করে সফিক মিয়া তাঁর পরিচিত অপর তিন তরুণকে ভিডিও কল দিয়ে সেই দৃশ্য দেখান। পরে ওই তিন তরুণ ঘটনাস্থলে গিয়ে তাঁরাও ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন এ নিয়ে গ্রামের মুরব্বিদের কাছে বিচার চান। তখন অভিযুক্ত সফিক মিয়াসহ অন্যরা শিশুটির আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি ভিডিও নিজেরাই সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ধর্ষণের শিকার শিশুটিকে ওই দিন রাতে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তার পরিবার। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শিশুটি স্বাস্থ্য পরীক্ষার পরেই বাড়িতে চলে যায়।

মামলার বাদী বলেন, প্রথমে তিনি চুনারুঘাট থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি সেই অনুযায়ী আদালতে এ মামলা করেন।

তবে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর আলম প্রথম আলোকে বলেন, ঘটনার পর শিশুটির পরিবার এ বিষয়ে পুলিশকে কিছুই জানায়নি। আদালতে মামলার পর পুলিশ অবগত হয়। আদালতের নির্দেশে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি এফআইআর করা হয়েছে। ওসি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যটি খুবই আপত্তিকর। পুলিশ গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেটে সহপাঠীর সঙ্গে বেড়াতে যাওয়া স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

সিলেটের জকিগঞ্জে সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রী (১৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিরা প্রথমে দুই শিক্ষার্থীর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন বলে এ ঘটনায় করা মামলায় উল্লেখ করা হয়েছে।

গত শনিবার সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরিত্যক্ত একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী আজ বুধবার সকালে জকিগঞ্জ থানায় মামলা করেছে।

মামলায় আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের ইমরান আহমদ (২৩), খিলগ্রামের তানজিদ আহমদ (১৮), মাইজগ্রামের শাকের আহমদ (২৪), একই গ্রামের শাকিল আহমদ (২১) ও মনতৈল গ্রামের মুমিন আহমদ (২০)।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী স্কুলছাত্রী ২৬ জুলাই সকালে বারহাল ইউনিয়নের একটি পরিত্যক্ত ইটভাটায় এক সহপাঠীকে নিয়ে বেড়াতে যায়। সেখানে অভিযুক্ত পাঁচ তরুণ গোপনে তাঁদের ছবি ধারণ করেন। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত তরুণেরা দুই শিক্ষার্থীকে বিষয়টি কাউকে জানানো হলে তাঁদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখান।

এদিকে ঘটনার তিন দিন পর বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে এলাকার একটি পক্ষ বিষয়টি সালিস বৈঠকে মীমাংসার চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। তবে গতকাল মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানা-পুলিশ ওই স্কুলছাত্রীকে তার বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ দিতে বিলম্ব ও বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় অভিযুক্ত তরুণেরা গা ঢাকা দিয়েছেন। এ ছাড়া জকিগঞ্জ ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় অভিযুক্ত তরুণেরা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে তার বাড়ি থেকে উদ্ধার করে। আজ সকালে মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে সহপাঠীর সঙ্গে বেড়াতে যাওয়া স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ