গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জেমিনিতে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি সুবিধা ‘শিডিউলড অ্যাকশনস’। এই সুবিধার মাধ্যমে নির্ধারিত সময় অনুযায়ী কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ব্যবহারকারী অনলাইনে না থাকলেও নির্ধারিত সময় হলে কাজটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘লেজিট’ নামের একজন প্রযুক্তি বিশ্লেষক প্রথম এ সুবিধাটি শনাক্ত করেন। তিনি জানান, গুগল ইতিমধ্যে জেমিনির ওয়েব সংস্করণে এটি পরীক্ষামূলকভাবে চালু করেছে।

শিডিউলড অ্যাকশনস কীভাবে কাজ করবে, সে বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘ব্লিপিংকম্পিউটার’ এক প্রতিবেদনে জানিয়েছে, এটি চ্যাটজিপিটির নির্ধারিত কাজ সম্পাদনের ব্যবস্থার মতোই কাজ করবে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারী জেমিনিতে নির্দিষ্ট কোনো কাজ ও সময় উল্লেখ করে নির্দেশনা দিতে পারবেন। নির্ধারিত সময়ে সেই কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

ব্যবহারকারীরা চাইলে জেমিনিকে সভার সময় মনে করিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। আবার ৩০ মিনিট পরপর বিরতি নেওয়ার রিমাইন্ডার নির্ধারণ করে রাখা যাবে। দৈনন্দিন কাজের তালিকা পরিচালনা, সময় ব্যবস্থাপনা ও জীবনযাত্রায় শৃঙ্খলা আনতে এই সুবিধা সহায়ক হতে পারে। মূলত এটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একধরনের স্মার্ট ‘টু-ডু’ তালিকা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে গুগল যদি এই সুবিধাকে ক্যালেন্ডার, ই–মেইল কিংবা অন্যান্য গুগল সেবার সঙ্গে যুক্ত করতে পারে, তাহলে এর কার্যকারিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ডেস্কটপে সুবিধাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নোটিফিকেশন–সংক্রান্ত অনুমতি চালু রাখতে হবে। কারণ, নির্ধারিত কাজের সময় স্মরণ করিয়ে দেওয়ার জন্য জেমিনি ডিভাইসে বার্তা পাঠাবে। গুগল জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায় শেষে শিডিউলড অ্যাকশনস সুবিধাটি শিগগিরই ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: ব্লিপিংকম্পিউটার ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ধ র ত সময় এই স ব ধ ব যবহ র র জন য

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ