স্টেট ইউনিভার্সিটিতে ‘মাইক্রোপ্লাস্টিক-মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Published: 24th, April 2025 GMT
বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে গত মঙ্গলবার ‘অদৃশ্য শত্রু: মাইক্রোপ্লাস্টিক-মাতৃত্ব ও নবজাতক স্বাস্থ্যঝুঁকি’ শীর্ষক সেমিনার আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) পাবলিক হেলথ বিভাগ।
রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত ডক্টরস ক্লাবে অনুষ্ঠিত সেমিনারটির উদ্বোধন করেন উপাচার্য মো.
মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মাহমুদুর রহমান। তিনি মাইক্রোপ্লাস্টিক দিয়ে পরিবেশদূষণ এবং এর মাতৃত্ব ও নবজাতক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণালব্ধ ফলাফল তুলে ধরেন।
সেমিনারে প্যানেল আলোচক ছিলেন দুজন স্বাস্থ্যবিশেষজ্ঞ। তাঁরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও সৌদি আরবের কিং খালেদ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক শামসুন নাহার এবং মহিলাবিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট হালিদা হানুম।
আলোচকেরা তাঁদের অভিজ্ঞতা ও গবেষণার আলোকে মাইক্রোপ্লাস্টিকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাস্তবধর্মী ও কার্যকর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’