ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত মাসে জাতীয় দলের কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে। এরপর আল হিলালের ম্যানেজার হোর্হে হেসুসকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করেছিল সবাই।

তবে বারাবরের মতো আবারো গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তিকে নিয়ে। ইএসপিএন তাদের একটি সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আবারও ব্রাজিল জাতীয় দলের কোচের শূন্য পদে নিয়োগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ী আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে আনচেলত্তির। তবে ২০২২ বিশ্বকাপ শেষে তিতে পদত্যাগ করার পর থেকেই এই ইতালিয়ান কোচ সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেসের পছন্দের তালিকায় প্রথমে ছিলেন।

আরো পড়ুন:

ফাইনালের আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ

বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল

যদিও আনচেলত্তি প্রকাশ্যে জানিয়েছেন তিনি মাদ্রিদেই থাকতে চান। তবে আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৫-১ গোলে অ্যাগ্রিগেটে হেরে যাওয়ার পর তার চেয়ারটা নড়বড় হয়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদ এখনো লা লিগার শিরোপার দৌড়ে আছে। তবে তারা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে তারা। এদিকে মৌসুমে বাকি মাত্র পাঁচটি ম্যাচ।

স্প্যানিশা সংবাদ মাধ্যমের দাবি রিয়াল তাদের সাবেক ফুটবলার ও বর্তমানে বেয়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসোকে সামনের মৌসুম থেকে ক্লাবের দায়িত্ব দিতে চান। এই স্প্যানিশের বিকল্প হিসেবে আছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ।

সিবিএফ বিশেষভাবে পর্যবেক্ষণ করবে শনিবারের কোপা দেল রে ফাইনাল। যেখানে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। এই ম্যাচে হারলে আনচেলত্তির বরখাস্তও হওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে আনচেলত্তি সম্প্রতি বলেছেন, “এই মুহূর্তে বলার কিছু নেই। মৌসুম শেষে এ বিষয়ে আলোচনা করা হবে। ইএসপিনের মতে সিবিএফ প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির ঘনিষ্ঠদের ইতিমধ্যে গত কয়েক সপ্তাহে আবারও আলোচনা শুরু হয়েছে।

একজন এজেন্ট এবং দুই ব্রাজিলিয়ান মধ্যস্থতাকারী বর্তমানে মাদ্রিদে আছেন এবং প্রতিদিন রিপোর্ট পাঠানোর পাশাপাশি আনচেলত্তির ছেলে ডাভিদের সঙ্গে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়া নিয়ে আলোচনা করছেন। সূত্রটি নিশ্চিত করেছে, রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বা আনচেলত্তি কেউই আনুষ্ঠানিক কোনো পদক্ষেপে যাবে না।

অন্যদিকে সাবেক ফ্লামেঙ্গো কোচ হেসুস বর্তমানে আছেন আল হিলালের দায়িত্বে। সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি আগামী মাসে সৌদি ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল স ব এফ

এছাড়াও পড়ুন:

নিষিদ্ধ হওয়ার আগেই ছিটকে গেলেন রুডিগার

আন্তোনিও রুডিগার কয় ম্যাচ নিষিদ্ধ হবেন—এটাই ছিল আলোচনা। কিন্তু সেই আলোচনার ভেতরেই ভেসে এল নতুন খবর। মঙ্গলবার হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর মৌসুমই শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের এই জার্মান সেন্টারব্যাকের।

রুডিগারের নিষিদ্ধ হওয়ার আলোচনার কারণ গত শনিবারের কোপা দেল রে ফাইনাল, যেখানে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারে রিয়াল। শেষ বাঁশি বাজার মিনিট দেড়েক আগে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেঞ্চ থেকে তেড়ে গিয়েছিলেন রুডিগার। সতীর্থরা তাঁকে টেনে ধরে থামান। তখন রিয়ালের বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার প্রতি কিছু একটা ছুড়ে মারা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এক টুকরা বরফ ছুড়ে মারা হয়েছিল রেফারির প্রতি এবং এই কাজটি রুডিগারই করেছেন।

আরও পড়ুনচ্যাম্পিয়ন হওয়ার পরও লিভারপুলের কোন খেলোয়াড়েরা পদক পাবেন না৬ ঘণ্টা আগে

তখনই আলোচনা শুরু হয়, এমন কাজের জন্য বড় ধরনের শাস্তি পেতে পারেন রুডিগার। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইফ) আচরণবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞাও পেতে পারেন তিনি। বিবিসি জানিয়েছে, তাঁর এই আচরণকে আরও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হলে তিন মাস থেকে সর্বোচ্চ এক বছরও নিষিদ্ধ হতে পারেন রুডিগার। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে আরএফইফের শৃঙ্খলা কমিটি।

রুডিগার অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। কিন্তু তাতেও তাঁর শাস্তি না–ও কমতে পারে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার।

কিন্তু সেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসার আগেই রুডিগার মাঠ থেকেই ছিটকে পড়লেন। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোয় ছয় থেকে সর্বোচ্চ আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। যদিও রিয়ালের বিবৃতিতে রুডিগারকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা জানানো হয়নি, ‘বাঁ হাঁটুর বাইরের অংশের মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় রুডিগারের আজ অস্ত্রোপচার করানো হয়।’

আরও পড়ুনযে দুটি দলের কোচ হওয়া ক্লপের স্বপ্ন৮ ঘণ্টা আগে

ইএসপিনকে সূত্র জানিয়েছে, রুডিগারকে দুই মাস কিংবা আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হলো লা লিগায় তাঁর মৌসুম শেষ হয়ে গেছে এবং ১৪ জুন থেকে যুক্তরাস্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। লা লিগা পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। ৩৩ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭২ পয়েন্ট। দুই দলই আর ৫টি করে ম্যাচ খেলবে।

সূত্র ইএসপিএনকে জানিয়েছে, রিয়াল চায় আগামী প্রাক্‌–মৌসুমে রুডিগারকে ফিট অবস্থায় পেতে। তার আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না রিয়াল। যদিও রুডিগার ইনস্টাগ্রামে জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে এবং নেশনস লিগে জার্মানির হয়ে খেলতে তিনি ‘সবকিছুই করবেন’।

চলতি মৌসুমে রিয়ালের জন্য অপরিহার্য ছিলেন রুডিগার। একাডেমি থেকে আসা রাউল আসেনসিও ছাড়া রিয়াল কোচ কার্লো আনচেলত্তির হাতে সেন্টারব্যাক হিসেবে শুধু রুডিগারই ছিলেন। কতটা অপরিহার্য ছিলেন রুডিগার সেটা জানাচ্ছে ট্রান্সফারমার্কেট। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে রুডিগারের (৪১০১ মিনিট) চেয়ে শুধু ফেদে ভালভের্দেই বেশি সময় মাঠে ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কেন ভেস্তে গেল আলোচনা
  • নিষিদ্ধ হওয়ার আগেই ছিটকে গেলেন রুডিগার