বর্ণিল আয়োজনে রাইজিংবিডির যুগপূর্তি উদযাপন
Published: 26th, April 2025 GMT
বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সাংবাদিকতায় যুগ পেরিয়ে যুগান্তরের পথে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল প্ল্যাটফর্ম রাইজিংবিডি ডটকম। এ অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকী ও যুগপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠার সেই মাহেদ্রক্ষণ।
আরো পড়ুন:
রাইজিংবিডির যুগপূর্তি এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর জামিন
১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণের শুভক্ষণে আরো দায়িত্বশীলভাবে পাঠকের খবরের চাহিদা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংবাদমাধ্যমটির বিনিয়োগকারী ও সম্পাদনা পরিষদ। এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন বক্তারা।
রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, “সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক বিষয়ে রাইজিংবিডি সব সময় কাজ করছে। এক যুগ ধরে পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে রাইজিংবিডি। আশা করি ভবিষ্যতেও রাইজিংবিডি তার এই ধারা অব্যাহত রাখবে। যুগপূর্তি উপলক্ষে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।”
রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, “দেশে অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে যে কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের পাঠকদের মনে শক্তিশালী জায়গা করে নিয়েছে, তার মধ্যে রাইজিংবিডি ডটকম অন্যতম। আমরা সবসময় চেষ্টা করি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক দিকগুলো পাঠকের কাছে তুলে ধরতে।”
“আমরা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বের পাঠকদের আস্থার জায়গা হতে চাই। রাইজিংবিডির যুগপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি,” বলেন তাপস রায়।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার বলেন, “রাইজিংবিডি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের মধ্যে রাইজিংবিডি পাঠকদের কাছে অন্যতম আস্থার জায়গা কর নিতে পেরেছে।”
“আমার দিন শুরু হয় রাইজিংবিডি পাঠের মধ্য দিয়ে। এই সংবাদমাধ্যমটির খবরের ভাষা সহজ, সুন্দর ও প্রাঞ্জল। তবে সংবাদ পরিবেশের ক্ষেত্রে আরো সতর্ক ও সজাগ হতে হবে,” বলেন তিনি।
রাইজিংবিডির যুগপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান নজরুল ইসলাম সরকার।
ওয়ালটনের উপদেষ্টা সৈয়দ কোহিনুর রহমান বলেন, “বর্তমান সময়ে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে সংবাদপ্রবাহ ব্যাপকভাবে বেড়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত বহু খবরের ভিড়ে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরার ক্ষেত্রে আরো দায়িত্ব নিতে হবে অনলাইন নিউজপোর্টালগুলোকে। ঘটনা ঘটলেই খবর হয় না, যতক্ষণ না সেটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা যায়।”
রাইজিংবিডি ডটকম অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দিতে পারে বলে পরামর্শ দেন সৈয়দ কোহিনুর রহমান।
রাইজিংবিডি ডটকমের মূল প্রতিষ্ঠান স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, “পজিটিভ বাংলাদেশ ধারণাকে সঙ্গে দেশ-বিদেশের পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরছে রাইজিংবিডি। শুরু থেকে রাইজিংবিডি ডটকম নির্ভরযোগ্য ও সাংবাদিকতা করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ ও পজিটিভ সাংবাদিকতার মধ্যে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখা।”
“আমাদের এই যাত্রায় সঙ্গে থাকার জন্য পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা,” যোগ করেন রবিউল ইসলাম মিল্টন।
যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহজাদা সেলিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, ওয়ালটন প্লাজার হেড অব হিউম্যান রিসোর্সেস ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প্লাজার সার্ভিস ইনচার্জ নেওয়ামুল হক এবং ওয়ালটন কর্মকর্তা মো.
রাইজিংবিডি ডটকমের বার্তা সম্পাদক রাসেল পারভেজ, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান সাজ্জাদ চিশতি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
এ সময় রাইজিংবিডির সব বিভাগীয় সংবাদকর্মী, কর্মকর্তা এবং ওয়ালটন ও মার্সেল পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা রাইজিংবিডি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।
কেক কাটার পর উপস্থিত অতিথি এবং প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মকর্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
রাইজিংবিডি যুগপূর্তি উপলক্ষে গণমাধ্যমের সম্ভাবনা, সংকট ও ভবিষ্যৎতের যাত্রাকে উপজীব্য করে প্রকাশ করা হয়েছে মুদ্রিত বিশেষ সংখ্যা। দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট ও লেখকদের অবদানে সমৃদ্ধ বিশেষ সংখ্যা সাজানো হয়েছে।
রাইজিংবিডি ডটকমের যাত্রা শুরু ২০১৩ সালের ২৬ এপ্রিল। জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে খবরপ্রবাহের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে দায়িত্ব পালন করে যাচ্ছে সংবাদমাধ্যমটি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা, ঘটনার তাৎক্ষণিক নির্ভরশীল তথ্য প্রদান ও সুস্থ সংস্কৃতির লালন- এই চারটি বিষয়ে সাফল্যের সঙ্গে অবদান রেখে যাচ্ছে রাইজিংবিডি ডটকম।
ঢাকা/রায়হান/হাসান/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ল ইসল ম প ঠকদ র উপলক ষ ডটকম র ব দ কত
এছাড়াও পড়ুন:
২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
শেখ হাসিনা সরকার পতনের বছর পূর্তি উপলক্ষে সরকার ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি ঘিরে ‘ফ্যাসিবাদী শক্তি’ নৈরাজ্য করতে পারে-এমন আশঙ্কার কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে সতর্ক করে চিঠি দিয়েছে পুলিশের বিশেষ শাখা। সেই চিঠিতে ২৯ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সময়কালকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (রাজনীতিক উইং) এ সংক্রান্ত চিঠিতে এ সময়ে বিশেষ অভিযান পরিচালনাসহ যানবাহন তল্লাশির পরামর্শও দিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) এসবি প্রধান গোলাম রসুল গণমাধ্যমকে বলেন, “এটা কোনো এক মাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে আমরা কোনো বিশেষ দিন-অনুষ্ঠান ঘিরে বিভিন্ন ধরনের পরামর্শ-নির্দেশনা দিয়ে থাকি, এটা আমাদের নিয়মিত কাজের অংশ।”
আরো পড়ুন:
সিজু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
অধ্যাপক জওহরলাল বসাকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি। নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা। এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।
ঢাকা/এমআর/এসবি