মামলা না করেও যেভাবে বুঝে পাবেন নিজের সম্পত্তি
Published: 28th, April 2025 GMT
ইউনিয়ন পরিষদ ও থানা-পুলিশের কাছে ১৩ বছর ধরনা দিয়েও নানাবাড়ি থেকে মায়ের সম্পত্তি বুঝে পাননি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু তৈয়ব। মিথ্যা মামলায় খাটেন জেলও। বানানো হয় ভুয়া ওয়ারিশ সনদ। মামলা পরিচালনার মতো আর্থিক সামর্থ্য ছিল না তৈয়বের।
এক বাল্যবন্ধুর মাধ্যমে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের (জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা) দ্বারস্থ হন তৈয়ব। গত বছরের শুরুতে লিগ্যাল এইডে একটি আবেদন করেন তিনি। আট দফা বৈঠক, সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপ করা হয়। ২১ অক্টোবর প্রায় ৯ মাসের মধ্যে সমস্যার সমাধান হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর—অলটারনেটিভ ডিসপুট রেজল্যুশন) মাধ্যমে মায়ের প্রাপ্য নাল জমি, ভিটেবাড়ি, পুকুরসহ অংশ বুঝে পান তৈয়ব। জোড়া লাগে আত্মীয়তার বন্ধনেরও। সমঝোতার পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মামাতো ভাই আবুল মকছুমকে জড়িয়ে ধরেন তৈয়ব। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এত দিন তাঁদের মধ্যে বন্ধ ছিল যোগাযোগও।
আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, মামলা করার সামর্থ্যও নেই। আর করলেও এত কম সময়ের মধ্যে সমস্যার সমাধান হতো না। বিশেষ করে জমিসংক্রান্ত মামলায় বছরের পর বছর চলে যায়। যেটা ৯ বছরেও হতো না, সেটি ৯ মাসে হয়েছে।
চট্টগ্রামের লিগ্যাল এইড কার্যালয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার কমায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য।”
শুক্রবার (১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, শুল্ক হার ২০ শতাংশ করা হয়েছে, যা আগে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭ শতাংশ কম। এর মাধ্যমে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও সেটাকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।
তিনি বলেন, আলোচকরা এ বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন। যেখানে শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে। পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ভোক্তাবাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ও আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে।
আরো পড়ুন:
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ
কোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরো বলেন, এ অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না; বরং এটি বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ উন্মুক্ত করে।
বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল, উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও আগামী দিনের আরো শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/রফিক