ইউনিয়ন পরিষদ ও থানা-পুলিশের কাছে ১৩ বছর ধরনা দিয়েও নানাবাড়ি থেকে মায়ের সম্পত্তি বুঝে পাননি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু তৈয়ব। মিথ্যা মামলায় খাটেন জেলও। বানানো হয় ভুয়া ওয়ারিশ সনদ। মামলা পরিচালনার মতো আর্থিক সামর্থ্য ছিল না তৈয়বের।

এক বাল্যবন্ধুর মাধ্যমে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের (জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা) দ্বারস্থ হন তৈয়ব। গত বছরের শুরুতে লিগ্যাল এইডে একটি আবেদন করেন তিনি। আট দফা বৈঠক, সার্ভেয়ারের মাধ্যমে জায়গা পরিমাপ করা হয়। ২১ অক্টোবর প্রায় ৯ মাসের মধ্যে সমস্যার সমাধান হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর—অলটারনেটিভ ডিসপুট রেজল্যুশন) মাধ্যমে মায়ের প্রাপ্য নাল জমি, ভিটেবাড়ি, পুকুরসহ অংশ বুঝে পান তৈয়ব। জোড়া লাগে আত্মীয়তার বন্ধনেরও। সমঝোতার পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মামাতো ভাই আবুল মকছুমকে জড়িয়ে ধরেন তৈয়ব। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এত দিন তাঁদের মধ্যে বন্ধ ছিল যোগাযোগও।

আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, মামলা করার সামর্থ্যও নেই। আর করলেও এত কম সময়ের মধ্যে সমস্যার সমাধান হতো না। বিশেষ করে জমিসংক্রান্ত মামলায় বছরের পর বছর চলে যায়। যেটা ৯ বছরেও হতো না, সেটি ৯ মাসে হয়েছে।

চট্টগ্রামের লিগ্যাল এইড কার্যালয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ